উজিরপুরে বিএনপি নেতা বহিষ্কার: ধর্মীয় সম্প্রীতি ভাঙা ও কুকীর্তির গল্প

- আপডেট সময় : ০৯:৫৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ ২১ বার পড়া হয়েছে

বরিশাল প্রতিনিধি:বরিশালের উজিরপুরের জল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দীর্ঘদিন ধরে ব্যক্তিগত কুকীর্তি, সরকারি বরাদ্দে অনিয়ম এবং ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার অভিযোগে তিনি আলোচনায় ছিলেন।কুকীর্তির ইতিহাস স্থানীয় সূত্র জানায়, অসুস্থ এক হিন্দু ওয়ার্ড সভাপতির স্ত্রীকে প্রলোভন দেখিয়ে বিয়ে করেন মিজান। এর আগে প্রয়াত বড় ভাইয়ের স্ত্রী সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এসব ঘটনায় এলাকায় মুসলিম-হিন্দু সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি হয়।পূজামণ্ডপে কোরআন পাঠ বিতর্ক গত ৫ আগস্ট স্থানীয় এক পূজামণ্ডপে জোরপূর্বক কোরআন তেলাওয়াতের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন মিজান—এমন অভিযোগ ওঠে। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, শত বছরের ধর্মীয় সম্প্রীতি এ ঘটনায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।সরকারি বরাদ্দে অনিয়ম ত্রাণ ও সরকারি বরাদ্দে দীর্ঘদিন ধরে অনিয়ম চালিয়ে যাওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দলীয় প্রভাব খাটিয়ে তিনি নিজস্ব সিন্ডিকেট তৈরি করেছিলেন, যার ফলে গ্রামীণ উন্নয়নকাজে বৈষম্য ও দুর্নীতি বেড়েছিল বলে অভিযোগ স্থানীয়দের।বহিষ্কার ও আশঙ্কা
বিএনপির স্থানীয় শীর্ষ নেতারা জানান, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে মিজানকে বহিষ্কার করা হয়েছে। তবে এলাকাবাসীর প্রশ্ন—“এতদিন কেন ব্যবস্থা নেওয়া হলো না?” তাদের দাবি, বহিষ্কারই যথেষ্ট নয়; তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া জরুরি।নির্বাচনী প্রভাব রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ধর্মীয় সম্প্রীতি ভাঙার মতো সংবেদনশীল ঘটনায় জড়িত থাকার কারণে এ ঘটনার নেতিবাচক প্রভাব আসন্ন নির্বাচনে পড়তে পারে। জনগণের স্মৃতিতে এমন কর্মকাণ্ড সহজে মুছে যাবে না বলেও তারা মন্তব্য করেন।