চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন

- আপডেট সময় : ০৬:০৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ ৩৮ বার পড়া হয়েছে

মোঃ আসাদুজ্জামান আসাদ,চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমদে মাহবুব-উল-ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের, জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডল, সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, সহযোগী অধ্যাপক ড. মুন্সী আবু সাইফ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাইফুল্লাহ, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আশিস মোমতাজ, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা প্রমুখ। এছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরাও এতে অংশ নেন।অনুষ্ঠানে কি-নোট উপস্থাপন করেন সহকারী কমিশনার আশফাকুর রহমান। আলোচনা সভায় বক্তারা বলেন, তথ্য অধিকার নিশ্চিত হলে প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে। পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠা ও উন্নয়ন কার্যক্রমে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে তথ্য আদান-প্রদানকে গুরুত্ব দিতে হবে।