জীবননগরে একই দিনে দুই যুবকের মর্মান্তিক আত্মহত্যা

- আপডেট সময় : ০৫:২৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ ৮৭ বার পড়া হয়েছে

মোঃ মুনাইম হোসেন,জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় একই দিনে দুই যুবকের আত্মহত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। একজন গলায় ফাঁস দিয়ে এবং অন্যজন কীটনাশক পান করে আত্মহত্যা করেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার হাসাদাহ ও বেনীপুর গ্রামে পৃথক এই দুটি ঘটনা ঘটে।
নিহতরা হলেন—হাসাদাহ গ্রামের মাঝের পাড়ার আব্দুস সালামের ছেলে হাসান আলী (১৮) এবং বেনীপুর গ্রামের আবু তালেবের ছেলে ছাব্বির হোসেন (১৯)।
পারিবারিক সূত্র জানায়, ট্রাকচালক হাসান আলী কিছুদিন আগে ট্রাকের ডালায় মাথায় আঘাত পেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকে তিনি প্রচণ্ড রাগী ও খিটখিটে স্বভাবের হয়ে ওঠেন। শুক্রবার সন্ধ্যায় মাথার যন্ত্রণায় কাতর হাসান নিজ ঘরে বাঁশের আড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেন।
অন্যদিকে একই দিন সন্ধ্যায় বেনীপুর গ্রামের ছাব্বির হোসেন মায়ের কাছে ১০০ টাকা চাইলে তা না পেয়ে অভিমানে ঘরে রাখা কীটনাশক পান করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিলেও তাকে মৃত ঘোষণা করা হয়।
এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, দুটি আত্মহত্যার ঘটনায় থানায় পৃথক অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।