ফেনী পৌরসভার উদ্যোগে ১৯টি পূজা মন্ডপে অনুদানের চেক বিতরণ

- আপডেট সময় : ০৯:৪১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ,ফেনী জেলা স্টাফ রিপোর্টার:ফেনী পৌরসভার উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৯ টি মন্ডপে অনুদানে চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) ফেনী পৌরসভার কনফারেন্স হলে এ চেক বিতরণ করা হয় । এ সময় পৌর এলাকার ১৩টি ও পৌর এলাকার পাশে আরো ৬টি সহ মোট ১৯টি পূজা মন্ডপের জন্য ৩ লাখ ৮০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চেক বিতরণ করেন স্থানীয় সরকার বিভাগ ফেনীর উপ-পরিচালক ও ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মো. বাতেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাকির উদ্দিন, নির্বাহী কর্মকর্তা মো. সামছুদ্দিন ও মেডিকেল অফিসার ডাঃ কৃষ্ণ পদ সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হীরালাল চক্রবর্তী, ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সদস্য এডভোকেট পার্থ পাল চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন, জেলা পূজা ঐক্য পরিষদের সহ-সভাপতি এডভোকেট সমীর চন্দ্র কর, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তপন কর, ফেনী পৌর পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুরঞ্জিত নাগ প্রমুখ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে গোলাম মো. বাতেন বলেন, আমরা আজকে পূজা মন্ডপের জন্য যে শুভেচ্ছা চেক বিতরণ করলাম এটা আপনাদেরই পরিশোধ কৃত টেক্সের টাকা। নিরাপত্তার বিষয়ে প্রধান অতিথি বলেন, একজন সচেতন ব্যক্তিই নিরাপত্তার প্রতীক।