হরিপুরে খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার ও তার সহযোগী ইয়াবাসহ আটক

- আপডেট সময় : ০৬:৩৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ ৮৭ বার পড়া হয়েছে

হরিপুর(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলার বনগাঁও বাজার এলাকায় গভীর রাতে ইয়াবাসহ আটক খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার আশরাফুল ইসলাম ও তার সহযোগী সাদ্দাম হোসেন ।
বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) অভিযান চালিয়ে খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার মোঃ আশরাফুল ইসলাম (৩৮) ও তার সহযোগী মোঃ সাদ্দাম হোসেন (৩০)কে ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, এ ঘটনায় ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে মামলা নং-১১/১৪৪ দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) টেবিলের ১০(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়। আটককৃতদের যথাযথ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
আটক আশরাফুল ইসলাম হরিপুর উপজেলার বনগাঁও গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। অপরদিকে সাদ্দাম হোসেন একই উপজেলার বনগাঁও (মজির পাড়া) এলাকার মোঃ নাকির হোসেনের ছেলে।
পুলিশের মাদক দ্রব্য বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।