রাজাপুরে পিএফজির আয়োজনে সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৮:৩২:২৭ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ ৫২ বার পড়া হয়েছে

মোঃ কামরুল হাসান রানা,রাজাপুর উপজেলা প্রতিনিধি:ঝালকাঠির রাজাপুরে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার করে আন্তঃধর্মীয় সম্প্রীতি জোরদারে সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা শ্রী শ্রী কেন্দ্রীয় হরিসভা মন্দির প্রাঙ্গণে এফসিডিও-এর অর্থায়নে দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের আওতায় রাজাপুর পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা শ্রী শ্রী কেন্দ্রীয় হরিসভা মন্দির কমিটির সভাপতি প্রাণ ভল্লব সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন পিএফজির কো-অর্ডিনেটর ও উন্নয়ন সংগঠন সাইডোর নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ কামাল, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ পারভেজ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম, উপজেলা হিন্দু বৈদ্য খ্রিষ্টান ঐক্য পরিষদের সম্পাদক নিত্যানন্দ সাহা প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল কর্মকার, পুরোহিত কমিটির সভাপতি রতন কুমার চক্রবর্তী, পিএফজি সদস্য বাবু শ্যামল চ্যাটার্জীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, শ্রী শ্রী কেন্দ্রীয় হরিসভা মন্দিরে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, ইমাম, পুরোহিত, হিন্দু-মুসলিম, নারী-পুরুষ সবার অংশগ্রহণে এই প্রথম এ ধরনের সমাবেশ অনুষ্ঠিত হলো। তাঁরা আশা প্রকাশ করেন, সবার সহযোগিতা থাকলে আগামীর দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুন্দরভাবে উদযাপিত হবে।
বক্তারা আরও বলেন, একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণই সবার লক্ষ্য। “সম্প্রীতির রাজাপুর” গড়ে তোলাই তাদের অঙ্গীকার।
সঞ্চালনায় ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজাপুর শাখার সহ-সভাপতি ও পিএফজি অ্যাম্বাসেডর মো. আল আমীন রুম্মান।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মো. রেজবিউল কবির।