ফুলগাজীতে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

- আপডেট সময় : ০৭:২৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ,ফেনী জেলা স্টাফ রিপোর্টার:ফুলগাজীতে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত,আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে ২১ সেপ্টেম্বর রবিবার ফুলগাজীতে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি)-এর যৌথ উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
ফুলগাজী বাজারে বর্ণাঢ্য র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিএফজি’র ফুলগাজী শাখার কো-অর্ডিনেটর কবির আহমেদ নাছির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলগাজী থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসূল মজুমদার গোলাপ, উপজেলা জামায়াতের আমির জামাল উদ্দিন চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলগাজী উপজেলার নায়েবে আমির মাওলানা আব্দুল মতিন, ফুলগাজী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির আহ্বায়ক শহিদুল ইসলাম মজুমদার ও সাধারণ সম্পাদক এনামুল হক এনাম।
এছাড়াও আলোচনায় অংশ নেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ফুলগাজী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি সাব্বির আহমদ, পূজা উদযাপন পরিষদের উপজেলা সভাপতি বিপ্লব দত্ত, ফুলগাজী ইমাম সমিতির সভাপতি মাওলানা জামাল উদ্দিন খন্দকার, ফুলগাজী মহিলা কলেজের প্রভাষক শান্তা আক্তার, বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম ও মিলন ভূঁইয়া, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর খোদেজা বেগম এবং সাংবাদিক জহিরুল ইসলাম জাহাঙ্গীর, সাইফুল ইসলাম, রবিউল ইসলাম রাহাত প্রমুখ।
ওয়াইপিএজি’র সদস্যদের মধ্যে আজিম বিন আরিফ, আবুল হাসনাত অন্তু এবং হাফেজ জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা বলেন, “শান্তি প্রতিষ্ঠা শুধু একটি দিনের কর্মসূচিতে সীমাবদ্ধ না রেখে ব্যক্তিগত, সামাজিক ও জাতীয় জীবনে বাস্তবায়ন করতে হবে। সকল শ্রেণি-পেশার মানুষ যদি শান্তির বার্তা ছড়িয়ে দেয়, তবে সহিংসতা ও হিংসা পরিহার করে একটি নিরাপদ সমাজ গড়া সম্ভব।”
আয়োজনটি স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং সমাজে শান্তিপূর্ণ সহাবস্থানের গুরুত্ব সম্পর্কে নতুন করে ভাবনার সৃষ্টি করেছে।