রংপুরের হাজির হাটে পৈতৃক সম্পত্তি রক্ষার্থে মা-ছেলে রমেকে ভর্তী

- আপডেট সময় : ০২:৫৯:১০ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ৫২ বার পড়া হয়েছে

সেলিম চৌধুরী,জেলা প্রতিনিধি, রংপুর:রংপুর নগরীর হাজির হাট মেট্রো থানার হরিরাম পিরোজ গ্ৰামের মোঃ আমজাদ হোসেন তার পৈতৃক সম্পত্তি দীর্ঘ দিন ধরে ভোগ দখল করছে।
সরজমিনে গেলে আমজাদ হোসেন গনমাধ্যম কর্মীদের জানান আমার পৈতৃক সূত্রে পাওয়া জমি ভূমি দস্যুরা জবর দখল করার পাঁয়তারা করছে।
বিবাদীরা হলেন 1/মোঃ মোখলেছুর রহমান 2/মুকুল মিয়া 3/বকুল মিয়া সর্ব পিতা মোঃ মকবুল হোসেন 4/মকবুল হোসেন 5/সুলতান মিয়া পিতা মৃত কফিল উদ্দিন 6/মোকছেদুল পিতা মৃত সোলাইমান 7/ইছমাইল হোসেন 8/মোকতারুল পিতা মোকছেদুল 9/এনামুল হক পিতা মৃত আফজাল হোসেন সর্ব সাং হরিরাম পিরোজ,থানা হাজির হাট আর পি এম পি, রংপুর 10/রশিদ মিয়া 11/ওয়াছমিনা পিতা মহুবর রহমান সাং উঃ পানা পুকুর ,গঙ্গাচড়া, রংপুর।
বীবাদিগন একে অন্যের সহযোগিতায় আমার পৈতৃক সূত্রে প্রাপ্ত জমিখানা জোর পূর্বক জবর দখল করার পাঁয়তারা করছে। এবং গত 19/09/2025 ইং সকাল আনুমানিক 8 ঘটিকার সময় বিবাদী গন আমার জমিতে জোর পূর্বক বাড়ি নির্মাণ করায় বাঁধা প্রদান করিলে বিবাদী গন আমার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করিলে আমার মাথা ফেটে যায় এবং আমি অচেতন অবস্থায় মাটিতে ফেলে পরে যাই। আমাকে বাঁচাতে আমার মা এগিয়ে আসলে বিবাদী গন আমার মাকে ধারালো অস্ত্র দ্বারা আঘাত করায় আমার মায়ের পায়ে বিশাল ক্ষত হয়।
ঘটনা স্থল থেকে স্থানীয় লোকজন আমাদেরকে বিবাদী গনের কবল হতে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে 14 ও 16 নং ওয়ার্ডে ভর্তি করান।
এ ব্যাপারে স্থানীয় লোকজনকে জানালে তারা আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন।
বিষয়টি আমি আমার পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে গত 19/09/2025 ইং তারিখে হাজির হাট মেট্রো থানায় একটি অভিযোগ দায়ের করি।।