ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎খেলাধুলায় শিক্ষার্থীদের অংশগ্রহণে গর্বিত- পবিপ্রবি উপাচার্য ‎ চুয়াডাঙ্গায় মাদকসহ যুবক গ্রেফতার, ১৫ দিনের কারাদণ্ড কুতুবদিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে শ্রমিকলীগ নেতা গ্রেফতার কালিগঞ্জে দীর্ঘদিন অনুপস্থিত থাকায় প্রাথমিকের ২ শিক্ষক বিভাগীয় জবাবদিহির মুখে বহমান বাংলা পত্রিকার প্রতিষ্ঠাতা বরেণ্য শিক্ষাবিদ মো. জিয়াউর রহমান’র ওফাতে গভীর শোক প্রকাশ সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে এবি পার্টির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু সাতক্ষীরা জেলা ব্যাপি ঔষধের দোকান বন্ধ রেখে ধর্মঘট সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত সাপলেজা বাজার বা হাট ভুমি দস্যুদের হিংস্র থাবায় স্হাপনা তৈরী করে বেহাল দশা ঐতিহ্য বাহী জমিদার বাড়ী আজ ময়লা আবর্জনায় পরিত্যাক্ত পরিবেশ দুষনের হুমকি

বিসিএস পরীক্ষার্থীদের জন্য বাকৃবি ছাত্রশিবিরের উদ্যোগে বাস সার্ভিস

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৫২:৫০ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে

বাকৃবি প্রতিনিধি:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রশিবির ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণকারী অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা করেছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ইউনূস বিন হোসাইন খান।

সংগঠনটির প্রচার বিভাগ প্রেরণকৃত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় বাস বরাদ্দের জটিলতা নিরসন ও পরীক্ষার্থীদের সুবিধার্থে সংগঠনের নিজস্ব উদ্যোগে মোট চারটি বাস চলাচলের ব্যবস্থা করা হয়েছে।

এতে আরো জানানো হয়, পরীক্ষার্থীরা নিজ নিজ পরীক্ষা কেন্দ্রের আলোকে সুবিধা মতো রুটের বাসে করে যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারবেন। বাসগুলো হেলিপ্যাড থেকে সকাল ৮টা ০৫ মিনিটে ছাড়বে। মোট তিনটি রুটে বাস চলাচল করবে। রুট ১ এর ক্ষেত্রে বাস ক্যাম্পাস থেকে বাইপাস হয়ে ক্যান্টনমেন্ট পর্যন্ত যাবে। রুট ২ এর ক্ষেত্রে বাস ক্যাম্পাস থেকে বাইপাস হয়ে চরপাড়া পর্যন্ত যাবে। রুট ৩ এর ক্ষেত্রে বাস ক্যাম্পাস থেকে টাউনহল পর্যন্ত যাবে। প্রথম দুটি রুটে একটি করে বাস চলবে এবং রুট ৩ এ দুটি বাস চলাচল করবে।

বিজ্ঞপ্তিতে বিশেষভাবে জানানো হয়, বাসের প্রথম চারটি সারি নারী পরীক্ষার্থীদের জন্য বরাদ্দ থাকবে।

এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ইউনূস বিন হোসাইন খান বলেন, গতকাল বাকৃবি ছাত্রশিবিরের প্রতিনিধি দল পরিবহন বিভাগের পরিচালকের সাথে বিসিএস পরীক্ষার্থীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালুর ব্যাপারে আলোচনা করেছে। যার প্রেক্ষিতে আজ ছাত্র বিষয়ক উপদেষ্টার কাছে অনুমতির জন্য যাওয়া হয়। বিশ্ববিদ্যালয় কার্যত বন্ধ তাই বাস সার্ভিস চালু করায় প্রশাসনিক বাধা রয়েছে। যার ফলে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাস সার্ভিস দিতে পারবে নাহ বলে ছাত্রবিষয়ক উপদেষ্টা জানিয়েছেন। এর প্রেক্ষিতেই ছাত্রশিবির বাকৃবি শাখার এই আয়োজন। বাস বরাদ্দের জটিলতা নিরসন ও ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থের জন্য ছাত্রশিবির বাকৃবি শাখা নিজস্ব উদ্যোগে পরীক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা করেছে।

তিনি আরো বলেন, প্রয়োজনের তুলনায় যদিও বাস সংখ্যা কম বা অপর্যাপ্ত। তবে আমরা আমাদের সামর্থ্যের মধ্যে ব্যবস্থা করেছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দৈনিক বাংলাদেশের চিত্র একটি অনলাইন নিউজ পোর্টাল। এই পত্রিকার মূল স্লোগান হলো "সত্য প্রকাশে আপোষহীন"।আমরা এ দেশের নিপীড়িত ও নির্যাতিত মানুষের কথা বলি।একজন অসহায় মানুষের পাশে দাড়িয়ে অন্যায় প্রতিরোধে সাহায্য করতে আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ।দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকা গনমানুষের কথা বলে।
ট্যাগস :

বিসিএস পরীক্ষার্থীদের জন্য বাকৃবি ছাত্রশিবিরের উদ্যোগে বাস সার্ভিস

আপডেট সময় : ০৯:৫২:৫০ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

বাকৃবি প্রতিনিধি:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রশিবির ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণকারী অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা করেছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ইউনূস বিন হোসাইন খান।

সংগঠনটির প্রচার বিভাগ প্রেরণকৃত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় বাস বরাদ্দের জটিলতা নিরসন ও পরীক্ষার্থীদের সুবিধার্থে সংগঠনের নিজস্ব উদ্যোগে মোট চারটি বাস চলাচলের ব্যবস্থা করা হয়েছে।

এতে আরো জানানো হয়, পরীক্ষার্থীরা নিজ নিজ পরীক্ষা কেন্দ্রের আলোকে সুবিধা মতো রুটের বাসে করে যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারবেন। বাসগুলো হেলিপ্যাড থেকে সকাল ৮টা ০৫ মিনিটে ছাড়বে। মোট তিনটি রুটে বাস চলাচল করবে। রুট ১ এর ক্ষেত্রে বাস ক্যাম্পাস থেকে বাইপাস হয়ে ক্যান্টনমেন্ট পর্যন্ত যাবে। রুট ২ এর ক্ষেত্রে বাস ক্যাম্পাস থেকে বাইপাস হয়ে চরপাড়া পর্যন্ত যাবে। রুট ৩ এর ক্ষেত্রে বাস ক্যাম্পাস থেকে টাউনহল পর্যন্ত যাবে। প্রথম দুটি রুটে একটি করে বাস চলবে এবং রুট ৩ এ দুটি বাস চলাচল করবে।

বিজ্ঞপ্তিতে বিশেষভাবে জানানো হয়, বাসের প্রথম চারটি সারি নারী পরীক্ষার্থীদের জন্য বরাদ্দ থাকবে।

এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ইউনূস বিন হোসাইন খান বলেন, গতকাল বাকৃবি ছাত্রশিবিরের প্রতিনিধি দল পরিবহন বিভাগের পরিচালকের সাথে বিসিএস পরীক্ষার্থীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালুর ব্যাপারে আলোচনা করেছে। যার প্রেক্ষিতে আজ ছাত্র বিষয়ক উপদেষ্টার কাছে অনুমতির জন্য যাওয়া হয়। বিশ্ববিদ্যালয় কার্যত বন্ধ তাই বাস সার্ভিস চালু করায় প্রশাসনিক বাধা রয়েছে। যার ফলে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাস সার্ভিস দিতে পারবে নাহ বলে ছাত্রবিষয়ক উপদেষ্টা জানিয়েছেন। এর প্রেক্ষিতেই ছাত্রশিবির বাকৃবি শাখার এই আয়োজন। বাস বরাদ্দের জটিলতা নিরসন ও ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থের জন্য ছাত্রশিবির বাকৃবি শাখা নিজস্ব উদ্যোগে পরীক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা করেছে।

তিনি আরো বলেন, প্রয়োজনের তুলনায় যদিও বাস সংখ্যা কম বা অপর্যাপ্ত। তবে আমরা আমাদের সামর্থ্যের মধ্যে ব্যবস্থা করেছি।