চুয়াডাঙ্গার জেলা প্রশাসকের জীবননগর পরিদর্শন

- আপডেট সময় : ১১:৩৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ ৩৪ বার পড়া হয়েছে

মোঃ আসাদুজ্জামান আসাদ।
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জীবননগর উপজেলায় বিভিন্ন কার্যক্রমে অংশ নেন।জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং বিদ্যালয়ের হল রুমে আয়োজিত “মিট দ্য স্টুডেন্টস্: সাইবার বুলিং, ইভটিজিং, মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের ভূমিকা” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিদ্যালয়ে সাইকেল স্ট্যান্ড নির্মাণ এবং ছাত্রীদের জন্য একটি কমন রুম স্থাপনের দাবি উত্থাপন করে। জেলা প্রশাসক উক্ত দাবিগুলো ইতিবাচকভাবে বিবেচনা করে যথাযথ সমাধানের আশ্বাস দেন। পরে তিনি বিদ্যালয়ের মাঠে নবনির্মিত মুক্ত মঞ্চের উদ্বোধন করেন।এছাড়া জেলা প্রশাসক পেয়ারাতলা ফল বাজার পরিদর্শন করে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি বাজারে একটি পাবলিক টয়লেট নির্মাণ এবং সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার জন্য ভ্যান সরবরাহের উদ্যোগ নেওয়ার আশ্বাস প্রদান করেন।
উক্ত পরিদর্শন কার্যক্রমে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আল-আমীন, সহকারী কমিশনার (ভূমি) জনাব সৈয়দজাদী মাহ্বুবা মঞ্জুর মৌনা এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আবদুল্লাহ আল নাঈম।