রাস্তার বেহাল অবস্থা চরম দুর্ভোগে গ্রামবাসি

- আপডেট সময় : ১২:৪৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ ৪৩ বার পড়া হয়েছে

মো: এরশাদ আলী, স্টাফ রিপোর্টার রাজশাহী:রাজশাহী জেলাধীন তানোর উপজেলার তানোর পৌরসভার অর্ন্তভুক্ত ০৭ নং ওয়ার্ডের চাঁদপুর গ্রামে যাওয়ার রাস্তাটি ভেঙে গর্ত হয়ে নষ্ট হয়ে যাওয়ার জন্য পুরো গ্রামবাসি এবং আশে পাশের গ্রামের মানুষ দের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।
আজ ১৫ ই সেপ্টেম্বর ২০২৫ রোজ সোমবার ভোর ০৬: ৩০ মিনিটের দিকে চাঁদপুর গ্রামের মো: মুনজর রহমানের ছেলে সজিব তার বাড়ির জরুরি কাজের জন্য ট্রলিতে করে ইট আনার সময় উক্ত ট্রলি রাস্তার গর্তে আটকে গেলে বড়ই ভোগান্তিতে পড়েন তারা। এই রাস্তায় এমন ভোগান্তি প্রায় দিনই গ্রাম বাসিকে পোহাতে হয়। জানা যায় যে রাস্তার এক পাশের বরাবর গোড়ার মাটি না থাকায় এবং রাস্তার পাশের বাড়ির সকল ধরনের ব্যবহারের প্রতিদিনের পানি নামতে থাকায় রাস্তার এমন বেহাল অবস্থা হয়েছে। দেখা যায় যে পুরো রাস্তাটি বেঁকে গলে গিয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে গেছে।
গ্রামবাসির এবং ট্রলি চালক দের দাবি যেন রাস্তাটি দ্রুত সংস্করণ করা হয়।
তানোর পৌরসভার দায়িত্ব রত জনাব মাহাবুর রহমানের সাথে মুঠো ফোনে রাস্তার বিষয় টি জানালে তিনি বলেন সামনের ধাপে উক্ত রাস্তাটির কাজ পৌরসভা থেকে করা হবে।