ভোমরা স্থলবন্দর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা হাবিবুর রহমানকে ক্রেস প্রদান

- আপডেট সময় : ০৭:১৭:০৪ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ ৮৫ বার পড়া হয়েছে

জি এম আব্বাস উদ্দিন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:-ভোমরা স্থল বন্দর প্রেসক্লাবে ১৩ই সেপ্টেম্বর শনিবার বেলা ১১টার সময় প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি তৌহিদুল হক তৌহিদের সভাপতিিত্বে ও সিনিয়ার সহ-সভাপতি এম এম আব্দুর রউফের সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়। ভোমরা স্থল বন্দর প্রেসক্লাবের পক্ষ থেকে ক্লাবের প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান (হাবিব)কে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিমায়ের পর উপদেষ্টাকে ক্রেস প্রদান করা হয়। আলোচনা শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন স্থলবন্দর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কার্যনির্বা পরিষদের সিনিয়র সদস্য হাফেজ জি এম আব্বাস উদ্দিন। বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক ডাক্তার শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিএম আব্দুর রহিম, সাহিত্য বিষয়ক সম্পাদক ছালেকা হক কেয়া, কার্যনির্বাহী সদস্য মাস্টার্স শফিকুল ইসলাম। প্রধান উপদেষ্টা তিনি বলেন ২০০৭ সাল থেকে ক্লাবটি হাটি হাটি পা পা করে এ পর্যন্ত চলে আসছে, আমি ক্লাবের সকল সদস্যদের কে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। যে ক্লাবটি দীর্ঘদিন ধরে সুনামের সহিত চলে আসছে আমার সার্বিক সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ। তিনি ক্লাবের সদস্যদের শিক্ষানীয় বিষয় কিছু কথা বলেন সত্য সংবাদ ও সঠিক সেন্টেন্স দিয়ে লেখনির মাধ্যমে সংবাদ প্রকাশ করার জন্য উপদেশ দেন।
উপস্থিত ছিলেন যুগ্ন- সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ-যুগ্ন সাহানারা খাতুন রিনা, সহ- সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান শামীম, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম রঞ্জু, ক্রীড়া সম্পাদক আফজল হোসেন, প্রচার সম্পাদক এমদাদুল হক মিলন, দপ্তর সম্পাদক উত্তম কুমার, সদস্য আজিজুল ইসলাম, সদস্য মাওলানা জুবায়ের বিন আব্বাস, সদস্য মারুফ বিল্লাহ, সদস্য ঝরনা রানী মন্ডল, সদস্য হাসান সাহরিয়া রিপন, অফিস সহকারি সালমা সুলতানা রাখি প্রমুখ।