মানিকগঞ্জে অবৈধ দোকানে দখলদারিত্ব: জনদুর্ভোগ চরমে

- আপডেট সময় : ০৩:২১:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড মমতাজ চক্ষু হসপিটালের সামনে এবং জয়লা রোড এলাকায় দখলদারিত্ব দিন দিন বেড়েই চলেছে। ট্রাফিক বক্স দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় ছোট ছোট দোকানপাট গড়ে উঠছে। এতে পথচারীদের চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয়রা জানান, সিদ্দিক মার্কেটের সামনে গড়ে উঠেছে ছোট মুদি দোকান, শরবতের দোকান, ফলের ফোর্ট ইত্যাদি। এসব দোকান ফুটপাত ও সড়কের বড় অংশ দখল করে রাখায় মানুষজনকে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে।
অভিযোগ রয়েছে, এসব দোকানপাট উচ্ছেদে প্রশাসনিক উদ্যোগ ব্যর্থ হচ্ছে। কারণ দোকানদারদের পেছনে প্রভাবশালী বাহিনী রয়েছে। টাকার বিনিময়ে দোকান উচ্ছেদ না করার অভিযোগও উঠেছে। দোকানদারদের সঙ্গে আলাপ করলে তারা কেউই স্বীকার করতে চান না কার কাছে ভাড়া বা টাকা জমা দেন।
এ বিষয়ে স্থানীয় সাধারণ জনগণ বলেন, যেমন রাজ হোটেলের সামনে থেকে অবৈধ দোকান সরিয়ে পরিবেশ সুন্দর করা হয়েছে, ঠিক তেমনি এই এলাকাটিও উচ্ছেদ করা হলে শহরের সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং জনগণ নির্বিঘ্নে চলাচল করতে পারবে।
মানিকগঞ্জবাসীর দাবি, বিষয়টি জরুরিভিত্তিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নজরে এনে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মাধ্যমে অবৈধ দোকানগুলো দ্রুত উচ্ছেদ করা হোক।