শ্যামনগর জলবদ্ধতা নিরসনের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান

- আপডেট সময় : ১০:০৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ ২৮ বার পড়া হয়েছে

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ শ্যামনগর পৌরসভা সদরে অবস্থিত বাদঘাটা গ্রামের জলাবদ্ধতা নিরসনের দাবিতে বুধবার ( ১০ সেপ্টেম্বর ) শ্যামনগর উপজেলা নিবার্হী মোছা: রনী খাতুনের কাছে অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেন উপকুলীয় সবুজ সংহতি ও সুন্দরবন স্টুডেস্ট সলিডারিটি টিমের সদস্যরা। এ সময জলাবদ্ধতা নিরসনে সরকারের দ্রুত পদক্ষেপ দাবি করা হয়।স্মারকলিপিতে উল্লেখ করা হয় যে, এই জলাবদ্ধাতা দু এক বছরের নয়। পৌরসভা এলাকার এটি দীর্ঘদিনের জলাবদ্ধতা।বিগত সময়েও প্রশাসনকে অবহিত করেও কোন সুফল হয়নি। সবুজ সংহতির সদস্যরা জানান যে,শ্যামনগর সদর ইউনিয়নের বাদঘাটা গ্রামটি সম্পুর্ন কৃষি নির্ভর একটি গ্রাম। এখানে কৃষির সাথে সম্পৃক্ত সব রকমরে চর্চা ও ফসল উৎপাদন হয়। একই সাথে এখানে বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্টান আছে। কিন্তু অত্যান্ত দুঃখের বিষয় প্রতিবছর বর্ষাকালে এই গ্রামের মানুষের ভোগান্তির কোন শেষ থাকে না আর তার মুল কারণ হলো জলাবদ্ধতা।যেমন তেমন বৃষ্টি হলেই এখানে বড় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এই গ্রামের মধ্যে শ্যামনগর সদর হাসপাতালের পিছনে প্রায় ২০০ বিঘা কৃষি জমি সেখানে আমন মৌসুম শেষ হতে চলেছে অথচ এখনোও ধান চাষ করা সম্ভব হযনি। এছাড়াও বসবাসকারী জনগোষ্টীর বসতভিটা পানির মধ্যে থাকায় চলাচলেরও সমস্যা তৈরি হচ্ছে। তাছাড়া দীর্ঘদিন জলাবদ্ধতা থাকায় পানি পচে দুগন্ধ ছড়াচ্ছে এবং এই পানি ব্যবহারে বিভিন্ন ধরনের চর্ম রোগ দেখা দিচ্ছে। এসময় উপস্থিত ছিলেন সবুজ সংহতির পৌর কমিটর সভাপতি প্রাত্তন প্রধান শিক্ষক কৃষ্ণনন্দ মুখার্জী, সহ সভাপতি সাংবাদিক শেখ আফজালুল রহমান,দেলোযায়ারা বেগম,সাধারন সম্পাদক কিরণ শংকর চ্যাটার্জী, আওবায়ক কুমুদ রঞ্জন গায়েন, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের আওবায়ক সাইদুল ইসলাম, যুব তৃপ্তি রানী বিশ্বাস, কামরুল ইসলাম,কৃষক রাহুল ও বারসিক কর্মী সহ প্রমুখ।