ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের সোনাগাজী টিমের প্রস্তুতি দেখতে মাঠে নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা

- আপডেট সময় : ১২:৩২:৫১ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ ৩২ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ,ফেনী জেলা স্টাফ রিপোর্টার:আসন্ন ফেনী জেলা ” ডিসি গোল্ডকাপ” ফুটবলকে সামনে রেখে সোনাগাজী উপজেলা ফুটবল টিমের প্রস্ততি এবং সার্বিক বিষয় তদারকি করার জন্য সোনাগাজী ছাবের পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আসেন সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ‘রিগান চাকমা।
এসময় উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা যুবদলের আহবায়ক ও ক্রীড়াপ্রেমী খুরশিদ আলম ভুঁইয়া, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আল আমীন শেখ প্রমুখ। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগান চাকমা খেলোয়াড়দের সার্বিক খোঁজ খবর, স্বাস্থ্যগত অবস্থা ও আসন্ন ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টে সোনাগাজী টিমকে বিজয়ী করতে খেলোয়াড়দের বিভিন্ন পরামর্শ প্রাদন করেন ও খেলোয়াড়দের খেলায় উপযোগী হতে নির্দেশ দেন।
উল্লেখ্য, সোনাগাজী উপজেলা টিমের উদীয়মান ফুটবলারদেরকে ফুটবল সহ সার্বিক সহযোগিতা করছেন উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভুঁইয়া।তিনি খেলোয়াড়দের যেকোনো প্রয়োজনে পাশে থাকারও ঘোষণা করেন।
যুবদল নেতা খুরশিদ আলম ভুঁইয়ার পরামর্শে চরছান্দিয়া ক্রিকেটার্সের ক্যাপটেন তারেক আজিজ খেলোয়াড়দের নিয়মিত অনুশীলন ও সোনাগাজী টিমকে বিজয়ী করতে খেলোয়াড়দের উপযোগী করে তুলতে কাজ করছেন।