শ্যামনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতি মামলার অজ্ঞাতনামা ১(এক) পলাতক আসামী গ্রেফতার
- আপডেট সময় : ১১:৪৩:০০ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫ ১৯৬ বার পড়া হয়েছে

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতি মামলার অজ্ঞাতনামা ১(এক) পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয় স্যারের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) জনাব মো: মুকিত হাসান খাঁন স্যার, জনাব মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও অতিরিক্ত দায়িত্বে কালিগঞ্জ সার্কেল, সাতক্ষীরা স্যারের সহযোগিতায় এবং জনাব মোঃ হুমায়ূন কবির মোল্লা, অফিসার ইনচার্জ, শ্যামনগর থানার নেতৃত্বে শ্যামনগর থানার অফিসার এসআই(নিঃ)/মোঃ জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনায় শ্যামনগর থানার এফআইআর নং-১০, তারিখ- ০৮ আগস্ট, ২০২৫; জি আর নং-২৪৯, তারিখ- ০৮ আগস্ট, ২০২৫; ধারা- 399/402 The Penal Code, 1860 মামলার অজ্ঞাতনামা পলাতক আসামী মোঃ আব্দুল আলীম গাজী পিতা-মৃত শুকুর আলী গাজী, সাং-বংশীপুর, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরাকে গত ০৭/০৯/২৫ খ্রি. গ্রেফতার করা হয়। উক্ত আসামীকে অদ্য ০৮/০৯/২৫ খ্রি. বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
























