সংবাদ শিরোনাম :
চন্দনাইশ থানার বিশেষ অভিযানে ২টি বন্দুক দেশীয় অস্ত্র সহ আসামি আটক

নিজস্ব সংবাদদাতা
- আপডেট সময় : ০৭:০৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫ ১৫ বার পড়া হয়েছে

মোহাম্মদ মাসুদ:চট্টগ্রামে চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে ২টি বন্দুক দেশীয় অস্ত্র সহ আসামি মো: সাগর (২৮) কে আটক করে । আটকের সময় ০২টি একনলা বন্দুক, ০১টি দা, ০২টি ছুরি ও গান পাউডার উদ্ধার করা হয়।
আজ ৮ সেপ্টেম্বর (সোমবার) বিকাল ৪টার সময় চন্দনাইশ থানাধীন এলাকায় অভিযানে আসামিসহ অস্ত্র উদ্ধার করা হয়।
আটকৃত আসামীর নাম পরিচয় জানা যায় মো: সাগর (২৮), পিতা-আহম্মদ মিয়া, ওলির পাড়া গ্রামের খানবটতল, হাশিমপুর ইউপি, থানা-চন্দনাইশ চট্টগ্রামের বাসিন্দা।
বিশেষ অভিযানে থানাধীন হাশিমপুর ইউপির খানবটতল ওলির পাড়া সাকিনে বনদস্যু এর বসতঘর তল্লাশি করিয়া ০২টি একনলা বন্দুক, ০১টি দা, ০২টি ছুরি ও গান পাউডার উদ্ধার পূর্বক আসামীকে গ্রেফতার করা হয়। আসামি জব্দকৃত অস্ত্র সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।