দেবহাটা উপজেলা ঈদগা বাজারে আবারো দুর্ধর্ষ চুরি

- আপডেট সময় : ০৮:৩৮:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫ ৪২ বার পড়া হয়েছে

জি এম আব্বাস উদ্দিন,সাতক্ষীরা জেলা প্রতিনিধি: দেবহাটা উপজেলার ঈদগা বাজারে মুক্তারের গ্রিলের দোকানে ৭ই অক্টোবর শনিবার রাত্রে চুরি হয়েছে।
জানা যায়গিরিলের দোকানদার মোক্তার আলী বলেন আমি প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাড়িতে যাই। আনুমানিক সকাল ৮টায় দোকান খুলতে যেয়ে দেখি দোকানের সডারের লক কেটে কারেন্ট ঝালাই মেশিন চুরি করে নিয়ে যায় যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকার মত। দোকানদারদের দাবি ঈদগা মার্কেট নাইটগার্ড থাকা সত্ত্বেও কয়েক মাসের মধ্যে তিনবার চুরি হলো কিভাবে। মার্কেটের দোকানদেনদের অভিযোগ আমাদের মার্কেটে কয়েকবার ছুটি হয়েছে,নাইটগার্ড থাকা সত্য দোকানে কিভাবে চুরি হয় তাদের দাবি যে নাইটগার্ড সহযোগিতা করে তা না হলে চুরি হবে কিভাবে। নাইটকাদের কাছে জিজ্ঞেস করলে তারা বলে আমরা এ ব্যাপারে কিছু জানি না। গ্রিলের দোকানের স্বত্বাধিকারী মুক্তার আলী ও মার্কেটে দোকান মালিকদের দাবি নাইট গার্ডদের জিজ্ঞাসাবাদ করলেই এই চোরের সন্ধান পাওয়া যাবে। মার্কেট দোকান মালিকেরা বাজার কমিটির কাছে অভিযোগ দিলে বাজার কমিটি রবিবার রাত ৯ টার দিকে নাইটগার্ড সহ ব্যবসায়ী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীদেরকে নিয়ে ঈদগা বাজারে সালিশি বসেন। বাজার কমিটির সভাপতি ৩ নং ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান সাইফুল ইসলামের উপস্থিতিতে সালিশ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন এডভোকেট আমিনুল ইসলাম, ইউপি সদস্য ডাক্তার নজরুল ইসলাম, ইউপি সদস্য আবুল হোসেন, গাজী মোনাজাত আলী, কমিটির সেক্রেটারি রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ দাউদ আলী, আবুল খায়ের, জামাত নেতা মজনুর রহমান, জামাতে আবদুস সোবহান, কমিটির অন্যান্য সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ। সালিশি নাইট গার্ডের জিজ্ঞাসাবাদ করলে তারা স্বইচ্ছায় ক্ষতিপূরণ দিতে চায়। আলোচনা অন্তে সর্বসম্মতি সিদ্ধান্ত হয় চুরি মালের অর্ধেক টাকা গ্রিলের দোকানদার মুক্তার আলীকে ক্ষতিপূরণ দিতে হবে। নাইট গাটগন স্বীকার করে ক্ষতিপূরণ দিবে বলে সালিশে স্বীকারোক্তি করেন, এবং টাকা এক মাসের ভিতরে পরিশোধ করবে বলেন।