সংবাদ শিরোনাম :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনীর তিনটি আসনের সীমানা পুনর্নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)

নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:০৬:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে

মোঃ হানিফ, ফেনী জেলা স্টাফ রিপোর্টার:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনীর তিনটি আসনের সীমানা পুনর্নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) প্রকাশিত চূড়ান্ত তালিকায় প্রতিটি আসনের সীমানা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।ইসি সূত্রে জানা গেছে, ফেনী-১ আসনে ফুলগাজী , ছাগলনাইয়া, পরশুরাম উপজেলা অন্তর্ভুক্ত রয়েছে। ফেনী-২ আসনকে কেন্দ্র করে ফেনী সদর উপজেলাকে সম্পূর্ণভাবে রাখা হয়েছে। আর ফেনী-৩ আসনে দাগনভূঞা ও সোনাগাজী উপজেলা অন্তর্ভুক্ত রয়েছে।
এর আগে আসন পুনর্নির্ধারণে খসড়া প্রস্তাব প্রকাশের পর আপত্তি ও শুনানি শেষে এ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। নির্বাচন কমিশন জানায়, ভোটার সংখ্যা ও ভৌগোলিক ভারসাম্য বিবেচনা করেই নতুন সীমানা নির্ধারণ করা হয়েছে।