রাউজানে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি উপজেলা সংসদ গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:৫৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ ২৭৩ বার পড়া হয়েছে

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম):রাউজান উপজেলা সংসদ গঠনের লক্ষ্যে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক)-এর এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সাধারণ সম্পাদক লায়ন বাসু চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক নিকু শীল, সহ-সাংগঠনিক সম্পাদক ত্রিদিব সাহা, শিক্ষা সম্পাদক সঞ্জয় চৌধুরী এবং গীতা প্রশিক্ষণ সম্পাদক পুলক ভট্টাচার্য সুজয়।
সভায় সর্বসম্মতিক্রমে রাউজান উপজেলা সংসদ গঠনের জন্য আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত আহ্বায়ক কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন
প্রধান সমন্বয়কারী: সুমন দাশগুপ্ত।
সমন্বয়কারী ডাঃ সুপন বিশ্বাস ও ডাঃ অপূর্ব ধর।
আহ্বায়ক শ্রী বিটু কান্তি দে,যুগ্ম আহ্বায়ক ডা. উজ্জ্বল দে ও সুজন দাশ,
সদস্য সচিব জে কে শর্ম্মা, অর্থ সচিব জয় দাশগুপ্ত,
এছাড়া সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন বিজয় কুমার বিশ্বাস, পাভেল দেব, জয়শ্রী, অর্চনা চৌধুরী, অন্তর পাল, শষ্টু দেব নাথ, সুজন দে, রনি আচার্য্য প্রমুখ।
সভায় বক্তারা বলেন, গীতা শিক্ষা প্রসারের মাধ্যমে সমাজে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে বাগীশিক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রাউজান উপজেলাতেও এ কার্যক্রমকে গতিশীল করতে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


























