সংবাদ শিরোনাম :
চবিতে সংঘর্ষে অর্ধশতাধিক আহত, সব পরীক্ষা স্থগিত :পরিস্থিতি নিয়ন্ত্রণে

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৩১:২০ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ ১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম (চবিতে) সংঘর্ষে অর্ধশতাধিক আহত, সব পরীক্ষা স্থগিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এলাকায় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় অর্ধশতাধিক আহত হয়েছেন। স্থগিত করা হয়েছে রবিবারের (৩১ আগস্ট) সব পরীক্ষা। সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটের কাছে একটি ভবনে এক ছাত্রী প্রবেশের চেষ্টা করলে ভবনের দারোয়ান তাঁকে মারধর করে। এ সময় ২ নম্বর গেটে থাকা শিক্ষার্থীরা দারোয়ানকে ধরতে গেলে তিনি পালিয়ে যান। শিক্ষার্থীরা তাকে ধাওয়া করলে স্থানীয়রা ইটপাটকেল ছুড়লে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে অন্তত অর্ধশতাধিক আহত হয়।
সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তৎক্ষণাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তখন রাত সাড়ে তিনটার দিকে।