জামালপুরের বকশীগঞ্জে চুরি ও হারিয়ে যাওয়া ২৪ টি মোবাইল ফোন উদ্ধার

- আপডেট সময় : ০৯:১০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ ২৮ বার পড়া হয়েছে

জামালপুরের বকশীগঞ্জে চুরি ও হারিয়ে যাওয়া ২৪ টি মোবাইল ফোন উদ্ধারের পর প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকালে বকশীগঞ্জ থানা কম্পাউন্ডে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন মালিকের নিকট মোবাইল ফোন গুলো হস্তান্তর করা হয়।
উদ্ধারকৃত মোবাইল হস্তান্তর করেন দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম ও বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ। এসময় বকশীগঞ্জ থানার এএসআই মোস্তাক আহমেদ ও এএসআই আবদুল জলিল উপস্থিত ছিলেন।
এর আগে বকশীগঞ্জ থানায় সাধারণ ডায়েরীমূলে পৃথক পৃথক অভিযানে বিভিন্ন মালিকের চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করেন এএসআই মোস্তাক আহমেদ ও এএসআই আবদুল জলিল। উদ্ধার হওয়া মোবাইল গুলো আনুষ্ঠানিকভাবে মালিকদের কাছে হস্তান্তর করেন পুলিশ।
মোবাইল পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান উদ্ধার হওয়া মোবাইল মালিকরা।