বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামকে দেখতে হাসপাতালে গোলাম আজম সৈকত

- আপডেট সময় : ০৫:৩৪:৩২ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে

মোঃ কামরুল হাসান রানা,রাজাপুর ,ঝালকাঠী: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক আহ্বায়ক জননেতা আব্দুস সালাম অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর শারীরিক খোঁজখবর নিতে মঙ্গলবার দুপুরে হাসপাতালে যান সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও ঝালকাঠি-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী গোলাম আজম সৈকত।
এ সময় তিনি চিকিৎসকদের কাছ থেকে আব্দুস সালামের বর্তমান শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। সৈকত বলেন, “আব্দুস সালাম ভাই বিএনপির আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি দলের দুর্দিনের এক নির্ভরযোগ্য ভরসা। আমরা মহান আল্লাহর কাছে তাঁর সুস্থতা কামনা করছি।”
গোলাম আজম সৈকতের সঙ্গে আরও উপস্থিত ছিলেন স্থানীয় ও কেন্দ্রীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের কয়েকজন নেতৃবৃন্দ। তাঁরা আব্দুস সালামের পাশে থেকে পরিবারকে সান্ত্বনা দেন এবং চিকিৎসার যাবতীয় খোঁজখবর নেন।
দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন, আব্দুস সালাম বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর শারীরিক সুস্থতা কামনায় বিএনপি এবং অঙ্গসংগঠনের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।