দেশি-বিদেশি সকল শক্তি-ষড়যন্ত্র সহ কারো রক্তচক্ষু পরোয়া না করে সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক যুবকদেরকে ময়দানে টিকে থাকার আহ্বান!যুব সমাবেশ থেকে মাওলানা রেজাউল করিম

- আপডেট সময় : ০৯:৩৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫ ৫১ বার পড়া হয়েছে

আসাদুজ্জামান (আসাদ)স্টাফ রিপোর্টার:-অদ্য ২৬/০৮/২০২৫ ইং রোজ মঙ্গলবার রাত ৯ ঘটিকায় বাগাচড়া শহর সংগঠনিক শাখা কর্তৃক-যুব সমাবেশ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশেটি পবিত্র কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয়। -যুব জমায়েত নেতা মাওলানা সাইফুদ্দিনের সঞ্চালনায় ও অধ্যাপক মাওলানা শেখ ফজলুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামী যশোর জেলার সহকারী সেক্রেটারি জনাব মাওলানা রেজাউল করিম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,আমরা দমে যায়নি বরং আমরা সুদ ,ঘুষ ,জেল জরিমানা নির্যাতন সবকিছু উপেক্ষা করে এই আন্দোলনের হেকমত অবলম্বন করে দায়িত্বশীলদের নির্দেশনা অনুযায়ী আমরা ময়দানে টিকে ছিলাম। এদেশের জনগণ বাংলাদেশ জামায়েত ইসলাম এর উপর আস্থা রেখেছে এতোটুকু যে, আগামীতে যদি তারা রাষ্ট্রীয় ক্ষমতা পাই তাহলে দুর্নীতি থাকবে না চাঁদাবাজ থাকবে না সন্ত্রাস থাকবে না মারামারি হানানি থাকবে না। সুতরাং জনগণ আমাদের উপর এতটুকু আস্থা রেখেছে আর আমরাও সিদ্ধান্ত নিয়েছি যে এদেশের মানুষ কে যদি আমরা সুখে শান্তিতে বসবাস করতে দিতে চাই, সমাজের সকল বিশৃঙ্খলা যদি আমরা দূর করতে চাই, সমাজ থেকে চাঁদাবাজ দুর্নীতি সন্ত্রাস এগুলো যদি আমরা বন্ধ করতে চাই, তাহলে আজকে যারা এই সমাবেশে আমরা আছি-যুবক গোটা জাতি কিন্তু চেয়ে আছে এই যুবকদের দিকে,এই যুবকরাই পারে এই জাতিকে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে। আগামী দিনটা আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং বড় ধরনের চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করতে হবে দেশী-বিদেশি সকল শক্তি আমাদের বিরুদ্ধে এমন ঐক্যবদ্ধ ভাবে লেগেছে কোন হতাশা কোন দুর্বলতা আমরা যারা যুবক ময়দানের যে অবস্থায় আছি সেই অবস্থায় থাকবো কারো রক্তচক্ষু কারো হুমকি ধামকি কোন কিছু পরোয়া না করে সংগঠন যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্তের আলোকে আমরা ময়দানে টিকে থাকবো এবং আগামীতে বাংলাদেশের মানুষ যে আসা এবং আকাঙ্ক্ষা নিয়ে আমাদের দিকে চেয়ে আছে জাতির একটি পরিবর্তন আনতে আমরা অগ্রণী ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা খুব বেশি এবং ফেব্রুয়ারিতেই হবে এটা আমাদের আশা, জাতীয় নির্বাচনের ঠিক পাঁচ থেকে ছয় মাস সময় এটা কোন সময় না সুতরাং আমরা যারা মাঠে ময়দানে আছি আমাদের ভূমিকা আমাদের তৎপরতা আমাদের কার্যক্রম আরো বৃদ্ধি করতে হবে।পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্য এবং মাওলানা তরিকুল ইসলামের দোয়ার মাধ্যমে সমাবেশের সমাপ্তি হয়। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আমির, বাংলাদেশ জামাত ইসলামী বাগাচড়া ইউনিয়নের মাওলানা হাবিবুল্লাহ বেলালী, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সেক্রেটারি,বাংলাদেশ জামাত ইসলামী বাগাচড়া ইউনিয়নের মাস্টার তবিবুর রহমান,বাংলাদেশের জামায়েত ইসলাম এর মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ৮নং বাগআচড়া ইউনিয়নের শিক্ষক মোঃ নজরুল ইসলাম, সেক্রেটারি বাংলাদেশের জামায়েত ইসলামী (পেশাজীবী)বাগাচড়া শহর সাংগঠনিক শাখার ডাক্তার মো: জাহিদ হাসান, প্রমুখ।