যশোরের অনিন্দ্য ইসলাম অমিতের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপন

- আপডেট সময় : ০৯:২৫:২৪ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধ, সাইফুল ইসলাম: বিএনপি অন্যতম নেতা, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক অনিন্দ্য ইসলাম অমিতের জন্মদিন আজ। তার জন্মদিন উপলক্ষে বিভিন্নভাবে শুভেচ্ছা জানিয়েছে । এ ধারাবি কোথায় তার নিজস্ব নির্বাচনী এলাকা সদর উপজেলার অন্তর্গত ৩ নং ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল এবং বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।
উক্ত কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং ইছালী ইউনিয়ন বিএনপি’র নির্বাচিত সংগঠনিক সম্পাদক মোঃ ইকরামুল ইসলাম , স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মুন্না হোসেন,৪নং ওয়ার্ডের বিএনপি র যুগ্ম সম্পাদক মোঃ সাইফুল ইসলাম।
এবং
যুবদলের সভাপতি মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ শওকত হোসেন, যুগ্ম সম্পাদক বিএম তুহিন, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রায়হান সুলতান (সাবু)
আরো উপস্থিত ছিলেন যুবদলের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
এই বৃক্ষরোপন কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে যুবদলের পক্ষ থেকে বলা হয়। আজকে প্রিয় নেতার জন্মদিন অনেকে অনেক জায়গায় কেক কাটাসহ বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করেছে। এবং বিভিন্ন মসজিদ মাদ্রাসায় দোয়ার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে সেই লক্ষ্যে আমরাও দোয়ার অনুষ্ঠান ছাড়া বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেছি।