দেবহাটায় কুলিয়া ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যান সমিতির সায়েন্টিফিক সেমিনার

- আপডেট সময় : ০৯:৩১:০৫ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫ ৪০ বার পড়া হয়েছে

জুবায়ের বিন আব্বাস,দেবহাটা উপজেলা প্রতিনিধ:বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতি দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন শাখার গ্রাম ডাক্তারদের নিয়ে প্রাথমিক চিকিৎসার মনোন্নয়নে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২০ আগষ্ট ২০২৫, বুধবার সকাল ১১ টায় কুলিয়া ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সেমিনার অনুষ্ঠিত হয়। এস.এম.সি এন্টারপ্রাইজ লিমিটেড এর আয়োজনে সেমিনার অনুষ্ঠানে কুলিয়া ইউনিয়ন শাখার সভাপতি গ্রাম ডাঃ শোকর আলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক গ্রাম ডাঃ আবীর হোসেন লিয়ন এর সঞ্চালনায় প্রধান অতিথির সমিতির সাংগঠনিক বক্তব্যে রাখেন এবং কুলিয়া ইউনিয়ন শাখার নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন, দেবহাটা উপজেলা শাখার সাবেক সভাপতি ও সমিতির উপদেষ্টা গ্রাম ডাঃ এম.এ সবুর, বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি ও কুলিয়া ইউনিয়ন শাখার উপদেষ্টা গ্রাম ডাঃ অহিদুজ্জামান। সমিতির বাৎসরিক হিসাব প্রদান করেন, কুলিয়া ইউনিয়ন শাখার অর্থ সম্পাদক গ্রাম ডাঃ হাফিজুর রহমান হ্যাপী। এসময় উপস্থিত ছিলেন কুলিয়া ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক গ্রাম ডাঃ রাফিউজ্জামান (লিপ্টন), সিনিয়র সহ-সভাপতি গ্রাম ডাঃ মনিরুজ্জামান, সহ-সভাপতি গ্রাম ডাঃ প্রসেনজিৎ, যুগ্ন সাধারণ সম্পাদক আমজাত হোসেন বাপ্পী, দপ্তর সম্পাদক গ্রাম ডাঃ আশরাফুল ইসলাম, প্রচার সম্পাদক মাসুম বিল্লাহ, কার্যনির্বাহী সদস্য গ্রাম ডাঃ বাহারুল ইসলাম, গ্রাম ডাঃ আবু রায়হান ও গ্রাম ডাঃ আতাউর রহমান প্রমুখ।