রাণীশংকৈলের ইউনিয়ন ভূমি অফিসের ভিতরে গ্যাসের চুলায় রান্না

- আপডেট সময় : ০৯:৩৬:২৬ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার ধর্মগড় কাশিপুর ইউনিয়ন ভূমি অফিসে দায়িত্ব পালন না করে রান্নাবান্না করতে দেখা গেছে অফিস সহায়ককে।
সোমবার সকালের দিকে অফিস সহায়ক জাহিরুল ইসলাম দায়িত্ব পালন না করে ঝুঁকিপূর্ণভাবে গ্যাসের চুলায় রান্না করতে দেখা গেছে।
ভূমি অফিসে সেবা নিতে আসা ব্যক্তিরা বলেন, ভূমি অফিসের ভিতরে মূল্যবান কাগজপত্র সহ সরকারি জিনিসপত্র থাকে। এ অবস্থায় অফিসের ভিতরে রান্নাবান্না করতে গিয়ে আগুন লেগে গেলে মূল্যবান নথি নষ্ট হয়ে যেতে পারে।
কাশিপুর ইউনিয়নের বাসিন্দা শাহরিয়ার বলেন, ভূমি অফিসের ভিতরে এভাবে রান্নাবান্না করার বিষয়টি বিরল। অফিস চলাকালীন সময় এইভাবে গ্যাসের চুলা দিয়ে কেউ রান্না করতে পারে বিষয়টি আমাকে অবাক করেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, অফিস চলাকালীন সময়ে অফিস সহায়ক জাহিরুল ইসলাম খালি গায়ে গ্যাসের চুলায় ভূমি অফিসের ভিতরে রান্না করছেন। এ সময় জাহিরুল বলেন, আমরা কি ভাত খাব না, ভাত না খেয়ে কি না খেয়ে থাকবো। এখানে আশেপাশে হোটেল নেই তাই নিজেই রান্না করে খাচ্ছি।
এ সময় ভূমি অফিসে উপস্থিত ছিলেন দায়িত্বরত তোশিলদার আব্দুস সালাম। তিনি বলেন, তিনি তো কাজ করতেছেন, কাজের ফাঁকে রান্নার কাজ চালিয়ে যাচ্ছেন।
রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান বলেন, উনার বিরুদ্ধে আরো অভিযোগ পাওয়া গেছে। উনাকে সেখান থেকে বদলি করার জন্য ডিসি স্যারের সাথে কথা হয়েছে।