আগৈলঝাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৯:২৬:২৮ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ ৫৭ বার পড়া হয়েছে

মোঃ সোহেল রানা,বরিশাল জেলা প্রতিনিধি:বরিশালের আগৈলঝাড়া উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রোজ সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক এর সভাপতিত্বে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও ভেগাই হালদার পাবলিক অ্যাকাডেমির প্রধান শিক্ষক যতিন্দ্রনাথ মিস্ত্রী,আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. অলিউল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, উপজেলা কৃষি কর্মকর্তা পিযুষ রায়,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মানিক লাল মল্লিক, সফল মৎস্য চাষি শংকর রায়, সবুজ হোসেন ব্যাপারী ও সফিকুল মিয়াসহ প্রমুখ। পরে তিনজন সফল মৎস্যচাষীকে সফলতার জন্য সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।