বকশীগঞ্জে বিয়ের মাত্র ২৬ দিনের মাথায় নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

- আপডেট সময় : ০৫:২২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫ ৬৭ বার পড়া হয়েছে

মোঃ সিহাব মাহমুদ জামালপুর বকশীগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জে বিয়ের এক মাসও পূর্ণ হয়নি—এমন সময়ে নববধূ মিলি আক্তার (১৯)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হাতে মেহেদির রং তখনও শুকায়নি।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোররাতে পৌরসভার মেষেরচর পশ্চিম পাড়া এলাকায় স্বামীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মিলি আক্তার ওই গ্রামের রোমান মিয়ার স্ত্রী এবং পৌর এলাকার কাগমারি পাড়ার ফকির আলীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, মিলির বিয়ে হয় মাত্র ২৬ দিন আগে রোমান মিয়ার সঙ্গে। বিয়ের পর থেকে সব কিছু স্বাভাবিক থাকলেও ঘটনার আগের রাতে রাতের খাবার খেয়ে মিলি নিজ কক্ষে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়েন। পরে স্বামী ডাকাডাকি করেও সাড়া না পেয়ে প্রতিবেশীদের ডেকে দরজা ভেঙে দেখা যায়—ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ঝুলে আছেন তিনি।
নিহতের বাবা ফকির আলীর দাবি, তার মেয়ে আত্মহত্যা করতে পারে না; তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। “বিয়ের ২৬ দিনের মাথায় মেয়ে কেন আত্মহত্যা করবে, এর কোনো কারণ নেই,” বলেন তিনি।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, ঘটনাটি নিয়ে থানায় মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের শাশুড়িকে আটক করা হয়েছে।