সোনাগাজী উপজেলার “শ্রেষ্ঠ সংগঠন” জি.ভা. সমাজকল্যাণ ইয়ুথ ফাউন্ডেশন

- আপডেট সময় : ০৫:১২:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫ ৩৭ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ ফেনী জেলা স্টাফ রিপোর্টর: জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২৫ উপলক্ষ্যে সোনাগাজী উপজেলার “শ্রেষ্ঠ সংগঠন” নির্বাচিত হয়েছেন জিতপুর-ভাদাদিয়া সমাজকল্যাণ ইয়ুথ ফাউন্ডেশন।
মঙ্গলবার (১২ আগস্ট) সকালে সোনাগাজী উপজেলা ভিডিও কনফারেন্স হল রুমে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমার হাত থেকে শ্রেষ্ঠ যুব সংগঠন হিসেবে সম্মাননা স্মারক ও সনদ গ্রহণ করেন সংগঠনের সভাপতি মীর হোসেন পুলক ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেনসহ নেতৃবৃন্দ।
এসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অজয় চন্দ্র দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার নুরুল আমিন। এসময় উপজেলা প্রশাসন ও উপজেলার বিভিন্ন এলাকার যুব সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জিতপুর-ভাদাদিয়া সমাজকল্যাণ ইয়ুথ ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে অবদান রেখে যাচ্ছেন। করোনা মহামারী ও ২৪’র ভয়াবহ বন্যায় ব্যাপক মানবিক কাজ করে উপজেলা ব্যাপী সুনাম অর্জন করেন এবং বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান থেকে স্বীকৃতি ও সম্মাননা লাভ করেন।