দেবহাটা বিএনপির সুসংগঠিত করার লক্ষ্যে কুলিয়া ইউনিয়নে দ্বি-বার্ষিক ওয়ার্ড সন্মেলন

- আপডেট সময় : ০৯:৪৬:২৯ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫ ৮২ বার পড়া হয়েছে

জি এম আব্বাস উদ্দীন সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ-দেবহাটা বিএনপির নেতৃবৃন্দ তৃনমূল পর্যায় থেকে দলকে সুসংগঠিত করার জন্য ওয়ার্ড পর্যায় থেকে নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচিত করার প্রক্রিয়া শুরু করে উদ্বোধন করেন। সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও সংসদীয় আসন সাতক্ষীরা-০৩ টিম প্রধান আখতারুল ইসলাম। ০৪ আগষ্ট ২০২৫, সোমবার বিকাল ০৩ টা থেকে ০৬টা পযর্ন্ত বিরামহীন ভাবে বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ে এ ভোট কার্যক্রম অনুষ্ঠিত হয়। ভোট উদ্বোধন এর সময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও সংসদীয় আসন সাতক্ষীরা-০৩ কুলিয়া ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার এ্যাডঃ নূরোল ইসলাম, সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের আহবায়ক এ্যাডঃ আকবর আলী, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও সংসদীয় আসন সাতক্ষীরা-০৩ এর সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, বিএনপি নেতা ও পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সাতক্ষীরা জেলা ছাত্র দলের সাবেক সাধারন সম্পাদক আহাদুজ্জামান আর্জ্জেদ, সার্চ কমিটির সদস্যরা যথাক্রমে শহিদুল ইসলাম, মোকলেছুর রহমান মুকুল, আব্দুল হাবিব মন্টু, হাসান সরাফী, কুলিয়া ইউনিয়নের সার্চ কমিটির সদস্যরা যথাক্রমে এ্যাডঃ জাহাঙ্গীর কবির বাবু, রুহুল আমিন, রুহুল কুদ্দুছ খোকন, অহিদুল ইসলাম, দেবহাটা উপজেলা যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান সবুজ, দেবহাটা উপজেলা তাঁতী দলের আহবায়ক হিরন কুমার মন্ডল ও সদস্য সচিব আবীর হোসেন লিয়ন প্রমুখ। কুলিয়া ইউনিয়নের ০৯ টি ওয়ার্ডের মধ্যে ০৭ টি ওয়ার্ড বিএনপির কাউন্সিল উৎসব মুখর ও শান্তিপূর্ন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।