বাবার কবরের পাশে শায়িত হলেন সাংবাদিক সৈয়দ মোহাম্মদ মাসুদ
- আপডেট সময় : ০৯:৫৮:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫ ১৪৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ফটিকছড়ি পৌরসভা ৫ নং ওয়ার্ড সৈয়দ হাসান মুন্সি বাড়ি নির্বাসী দৈনিক নয়া দিগন্তের ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি সৈয়দ মোহাম্মদ মাসুদের জানাজা বিকেল ২ টায় ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক চৌধুরী, সহকারী কমিশনার ভূমি মোঃ নজরুল ইসলাম ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আহমদ, বাংলাদেশ জমাতে ইসলামি ফটিকছড়ি উপজেলার আমির,নাজিম উদ্দিন ইমু, বি,এন,পি’ নেতা মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, ফটিকছড়ি মীর মুনিরীয়া দরবার শরীফের বড় শাহজাদা আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ আবু জাফর মুনিরী, শফিকীয়া দরবার শরীফের মেজ শাহজাদা আলহাজ্ব ছালাহ উদ্দিন কাদের চৌধুরী,ভুজপুর ইউনিয়নের চেয়ারম্যান এস এইচ এম শাহজাহান চৌধুরী শিপন, হারুয়ালছড়ি ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইকবাল হোসেন চৌধুরী, ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আহমদ আলী চৌধুরী, সহসভাপতি এস,এম, আক্কাস,সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলাইমান আকাশ, সালাহ উদ্দিন জিকু, মোঃজিপন,এনামুল হক,ওবায়দুল আকবর রুবেল, কামরুল আলম সবুজ, সৈয়দ মোহাম্মদ নুরুল আবছার নূরী,বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিকবৃন্দ,মরহুমের আত্মীয়- স্বজন,বন্ধু-বান্ধ উপস্থিত ছিলেন। জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
























