শ্যামনগরে বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস ২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা

- আপডেট সময় : ১০:১০:০২ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫ ৫৭ বার পড়া হয়েছে

অনুষ্ঠিত মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ
মানব পাচার একটি সংঘবদ্ধ অপরাধ,মানব পাচার রুখে দিন”এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার(৩০ জুলাই) সকালে শ্যামনগর পাবলিক লাইব্রেরী মিলনায়তনে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রামের সহায়তায় র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্যামনগর পাবলিক লাইব্রেরী হল রুমে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম।উপজেলা সমাজসেবা অফিসের এফএসএস আরিফুজ্জামানের সভাপতিত্বে আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আহসান হাবিব, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জনিরুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসের এফ এ মুজিবর রহমান,ওকাপ শ্যামনগরে ফিল্ড অফিসার আল আমিন প্রমুখ। আলোচনাসভায় বক্তারা বলেন জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর দিবসটি পালিত হয়ে আসছে। বক্তারা মানব পাচারের শিকার ব্যক্তিদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা তৈরি করা, মানব পাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা, মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের বিষয়ে কথা বলেন।