সংবাদ শিরোনাম :
গৌরনদীতে প্রতিবন্ধীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৫৩:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪ ২০৬ বার পড়া হয়েছে

পবিত্র মাহে রমজান উপলক্ষে বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়ায় শতাধিক রোজাদার প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ৮ প্রকারের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (বিপিইউএস) এর উদ্যোগে শনিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান বাংলাদেশ প্রবিন্ধী উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক বদিউল আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খান।
বক্তব্য রাখেন সংস্থার উপ-পরিচালক মিঠু মধু সহ অন্যান্যরা। শেষে ৪৩ জন প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে জনপ্রতি ১ কেজি করে চিনি, ছোলা, সেমাই, মুড়ি, খেজুর, ১ লিটার সয়ামিন তৈল ও ২০০ গ্রাম গুড়া দুধ বিতরণ করা হয়। এ ছাড়া সকালে একই ভাবে আগৈলঝাড়ায় ৫৭ জন প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।