মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত যশোর জার্নাল পত্রিকার প্রতিনিধি শরিফুল ইসলাম

- আপডেট সময় : ১২:১৫:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ ৪৫ বার পড়া হয়েছে

এমদাদুল হক ক্রাইম রিপোর্টার মনিরামপুর : যশোরের মনিরামপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ‘যশোর জার্নাল’ পত্রিকার মনিরামপুর প্রতিনিধি, তরুণ সাংবাদিক শরিফুল ইসলাম (৩২) গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৯ জুলাই) দুপুরে মনিরামপুর সেন্ট্রাল হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, শরিফুল ইসলাম (পিতা- সহিদুল ইসলাম) একজন দায়িত্বশীল, নীতিবান ও মানবিক সংবাদকর্মী হিসেবে এলাকায় ব্যাপক পরিচিত। ব্যক্তিগত মোটরসাইকেলযোগে সেন্ট্রাল হাসপাতালের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি এপাচি আরটিআর মোটরসাইকেল তার ডান পায়ে সজোরে ধাক্কা দেয়। তীব্র আঘাতে শরিফুল ইসলাম রাস্তায় ছিটকে পড়ে যান এবং তার ডান পা গুরুতরভাবে ভেঙে যায়।
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দ্রুত যশোর পঙ্গু হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন এবং তার সুস্থতা কামনা করছেন সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।
সাংবাদিক শরিফুল ইসলামের সহকর্মীরা জানান, পেশাগত দায়িত্ব পালনে তিনি ছিলেন অত্যন্ত আন্তরিক, ন্যায়ের পক্ষে নির্ভীক কণ্ঠস্বর। সৎ ও নিরহঙ্কার এই সংবাদকর্মী বরাবরই সামাজিক দায়বদ্ধতা থেকে গণমানুষের পাশে দাঁড়িয়েছেন।
এদিকে, প্রতিনিয়ত বেপরোয়া গতির মোটরসাইকেল চলাচলের কারণে মনিরামপুরে সড়ক দুর্ঘটনার ঝুঁকি আশঙ্কাজনক হারে বাড়ছে বলে জানান স্থানীয়রা। বিশেষ করে সেন্ট্রাল হাসপাতাল সংলগ্ন রাস্তাটি যান চলাচলের জন্য গুরুত্বপূর্ণ হলেও, গতি নিয়ন্ত্রণে নেই কোনো কার্যকর ব্যবস্থা।
স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ এবং নিয়মিত নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন।