রাউজান কদলপুরে সোনালী ব্যাংকের সিআরএম বুথ উদ্বোধন

- আপডেট সময় : ০৬:১৬:৪০ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫ ৬১ বার পড়া হয়েছে

মিলন বৈদ্য শুভ,রাউজান চট্টগ্রাম
ব্যাংকিং সেবা আরো সহজ ও গ্রাহকদের দোরগোড়ায় পৌছে দেওয়ার লক্ষে রাউজান কদলপুর আশরাফ আলী চৌধুরী হাটে স্থাপিত হলো সোনালী ব্যাংক পিএলসি চুয়েট শাখার আওতাধীন একটি আধুনিক সিআরএম বুথ। ২৬ জুলাই শনিবার সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বুথটির শুভ উদ্বোধন করেন ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সাবেক অর্থ-সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছিলেন সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার মুসা খান, জেনারেল ম্যানেজার ইনচার্জ মোহাম্মদ ফোরকান, ডেপুটি জেনারেল ম্যানেজার ইয়াকুব মজুমদার, খোন্দকার মাজহারুল কবির, নাছির উদ্দিন খান, আবু বকর সিদ্দিক, মোহাম্মদ আসাদ, খালেদ রশিদ, খালেদুজ্জামান, কদলপুর হামিদিয়া মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা আবু জাফর সিদ্দিকীসহ চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন নির্বাহী ও বিভিন্ন শাখার ব্যবস্থাপকবৃন্দ।
বুথটি উদ্বোধন কালে মোহাম্মদ মুসলিম চৌধুরী বলেন, “গ্রামীণ জনপদে আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার অংশ হিসেবে এ ধরনের সিআরএম বুথ স্থাপন গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। এতে করে গ্রাম ও শহরের মাঝে আর্থিক সেবার ব্যবধান কমে আসবে।”
তিনি আরও বলেন, “সোনালী ব্যাংক এখন আর শুধু সরকারি লেনদেনের ব্যাংক নয়, এটি জনগণের ব্যাংক— প্রযুক্তিনির্ভর, আধুনিক ও সেবামুখী। আমরা চাই দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ ঘরে বসেই আধুনিক ব্যাংকিং সুবিধা পেয়ে যাক।”
নতুন চালু হওয়া এ সিআরএম বুথের মাধ্যমে গ্রাহকরা এখন থেকে ২৪ ঘণ্টা বিভিন্ন ধরনের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করে নগদ টাকা উত্তোলন ও জমা করার সুবিধা পাবেন। এছাড়াও বিদ্যুৎ না থাকলেও ২-৩ ঘন্টা ব্যাকআপ সুবিধা রয়েছে। এতে করে কদলপুরসহ পার্শ্ববর্তী এলাকার জনগণ দ্রুত, সহজ এবং নিরাপদ ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।
অনুষ্ঠান শেষে কদলপুর এলাকাবাসী ও ব্যবসায়ী মহল সোনালী ব্যাংকের এ উদ্যোগকে স্বাগত জানান এবং গ্রাহকদের সর্বোচ্চ সেবার নিশ্চয়তা প্রত্যাশা করেন।