আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক, দেখা হবে বিজয়ের মিছিলে:সেলিম রেজা
- আপডেট সময় : ১০:৪৫:২৯ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫ ২২০ বার পড়া হয়েছে

মোঃ কামরুল হাসান রানা,ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জেলা শাখার উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) বিকাল ৪টায় শহরের ফাতেমা কনভেনশন সেন্টারে জেলা বিএনপি’র উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. সৈয়দ আলী এবং সঞ্চালনা করেন সদস্য সচিব এ্যাড. মো. শাহাদাৎ হোসেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ মিলন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নিউইয়র্ক দক্ষিণ বিএনপির সভাপতি ও ঝালকাঠি-১ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী হাবিবুর রহমান সেলিম রেজা।
বক্তব্যের শুরুতেই তিনি ঢাকা উত্তরার বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন।
সেলিম রেজা বলেন, “আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক, তাঁর বিশ্বাস ও চেতনা লালন করে রাজনীতি করি। ৫ই আগস্টের পূর্বে আপনারা আমাদের সহযোগিতা পেলেও এখন বিএনপির অবদান অস্বীকার করছেন। বড় বড় কথা না বলে নির্বাচনে আসেন, ফলাফলেই দেখা যাবে কার অবস্থান কোথায়।”
তিনি আরও বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত নির্বাচন আয়োজন করুক, তা দেশবাসীর দাবি। আমরা প্রস্তুত। ইনশাআল্লাহ খুব শিগগিরই দেখা হবে বিজয়ের মিছিলে।”
অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম আজম সৈকত, এবং জেলা ও উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ কর্মসূচিকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা ও ঐক্যবদ্ধ প্রয়াস দেখা গেছে।


























