দুই জেলার ছাত্রদলের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কৃষিবিদ আতিকুর রহমান

- আপডেট সময় : ১২:১৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫ ১১৯ বার পড়া হয়েছে

বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মোঃ আতিকুর রহমানকে ময়মনসিংহ দক্ষিণ জেলা এবং নেত্রকোনা জেলার অধীনস্থ ছাত্রদলের ইউনিট সমূহের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মনোনয়ন করা হয়েছে।
পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তিতে দেখা যায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় তারুণ্য নির্ভর,মেধা ভিত্তিক, যোগ্য,পরিশ্রমী এবং পরীক্ষিত নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের অধীনস্থ মুক্তাগাছা সরকারি শহীদ স্মৃতি কলেজ এবং নেত্রকোনা জেলার অধীনস্থ নেত্রকোনা সরকারি কলেজ শাখা ছাত্রদলের কাউন্সিল পরিচালনার জন্য তাকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মনোনয়ন করা হয়েছে।বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ থেকে গঠিত ময়মনসিংহ দক্ষিণ জেলার দায়িত্বপ্রাপ্ত টিমের প্রধান শাকির আহমেদ, সহসভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, টিমের সদস্য ওমর সানি, যুগ্ম সাধারণ সম্পাদক,ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, রিসালাত ইসলাম সজীব,যুগ্ন সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং মোঃ আজিজুল হাকিম আজিজ, সভাপতি ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদল, মোঃ রাকিব হোসেন,সাধারণ সম্পাদক ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদল, কৃষিবিদ মোঃ আতিকুর রহমানকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মনোনয়ন করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে দেখা যায় নির্বাচন পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম কে প্রিজাইডিং অফিসার হিসেবে মনোনয়ন করা হয়েছে ।
আরেকটি প্রেস বিজ্ঞপ্তিতে দেখা যায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেত্রকোনা জেলার দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক টিম ১৫ এর টিম প্রধান হাসান আল আরিফ, সহসভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ , টিমের সদস্য মোঃ বিপ্লব সিকদার,যুগ্ম সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, এস এম ফয়সাল, যুগ্ম সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর নির্দেশক্রমে কৃষিবিদ মোঃ আতিকুর রহমানকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মনোনয়ন করা হয়েছে।
সেখানে কমিশনার হিসেবে আরো দায়িত্বপ্রাপ্ত হন কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম, সদস্য সচিব বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল এবং কৃষিবিদ আশরাফুজ্জামান আজমির সদস্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল।এ বিষয়ে নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার কৃষিবিদ মোঃ আতিকুর রহমান বলেন, অর্পিত দায়িত্ব আমানত স্বরূপ। এই আস্থার প্রতি সম্মান জানিয়ে আমি প্রতিশ্রুতি দিচ্ছি দায়িত্ব পালনের সর্বোচ্চ সততা,নিষ্ঠা ও পরিপূর্ণ আন্তরিকতা এবং নিরপেক্ষতা প্রদর্শন করব। একই সাথে এই দায়িত্ব সফলভাবে পালন করতে তিনি সকলের নিকট সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।