শাল্লায় মাদকসম্রাজ্ঞী উজ্জলাসহ আটক ৩

- আপডেট সময় : ০৭:২৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে

তৌফিকুর রহমান তাহের, সুনামগঞ্জ দিরাই-শাল্লা প্রতিনিধি:
সুনামগঞ্জের শাল্লা থানার বিশেষ অভিযানে ৪৬ কেজি গাঁজার চালানসহ মাদক ব্যবসায়ী উজ্জ্বলাসহ তার সহযোগীদেরকে গ্রেফতার করেছেন শাল্লা থানা পুলিশ।
(মঙ্গলবার) ২২ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার সময় গোপন সংবাদের ভিত্তিতে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শফিকুল ইসলামের নেতৃত্বে এসআই তারেক নাজির, ও চৌকস পুলিশ এএসআই আক্তারুজ্জামানের এই অভিযান পরিচালনা করেন। এসময় উজানগাঁও গ্রামের আব্দুল মন্নাছের ছেলে জহিরুল ইসলাম(৩৬)কে ৪৫ কেজি গাঁজাসহ তার নিজস্ব বাড়ি থেকে গ্রেফতার করা হয়।একই দিনে আবারও রাতে পৃথক পৃথক অভিযানে ১ কেজি গাঁজাসহ দৌলতপুর গ্রামের মাদক ব্যবসায়ী উজ্জ্বলা বেগম (৩৮) রুকইয়া মিয়া (৫৫) কে গ্রেফতার করে শাল্লা থানার পুলিশ। এসব গাঁজার বাজার মুল্য প্রায় ১৭ লাখ টাকা।
পুলিশসুত্রে জানাযায়,গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যাসাড়ে ৭টায় অভিযান চালিয়ে ৪৫ কেজি গাঁজাসহ জহিরুল ইসলাম নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। একই দিনে পৃথক অভিযানে রাত প্রায় সাড়ে ৩ টার সময় ১কেজি গাঁজাসহ উজ্জ্বলা বেগম নামে ও
রুকইয়া মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শফিকুল ইসলাম বলেন, গাঁজার একটি বড় চালান শাল্লা আসার খবর পেয়েই আমরা অভিযানটি পরিচালনা করি। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আসামীদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। আমরা তাদেরকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করার প্রক্রিয়ার কাজ চলমান।