ঢাকা ০২:৫০ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোনাগাজী উপজেলা পরিষদে ও ফুলগাজী উপজেলা পরিষদের জামায়াতের প্রার্থীতা ঘোষণা ফেনী জেলার সোনাগাজী উপজেলার ছাত্রলীগ নেতা গ্রেফতার রাউজানে বাবার ২৯৫তম আর্ভির্ভাব উৎসব উপলক্ষে বিশ্বশান্তি গীতাযজ্ঞ অনুষ্ঠিত রাজাপুরে মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কালীগঞ্জে শিশু গনধর্ষণে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য আটক শায়েস্তাগন্জ উপজেলায় সংসদ সদস্য প্রার্থী কাজী মহসিন আহমেদে গণসংযোগ সাতক্ষীরা দেবহাটায় শিক্ষক ও আয়া অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় আটক শ্যামনগরে যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত রাউজানে সনাতনী ছাত্রছাত্রীদের জন্য বিদ্যার্থী বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ১১০ জন সদস্য এক কণ্ঠে শপথ নিলেন পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার জন্য

জীবননগরে গরুর খামারের দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, ডেঙ্গু আতঙ্কে জনজীবন বিপর্যস্ত

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:১১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ ৮৬ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা গরুর খামারের কারণে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। খামার থেকে ছড়ানো দুর্গন্ধ, নোংরা পরিবেশ ও মশা-মাছির উপদ্রবে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। ডেঙ্গু রোগের আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা।

জানা গেছে, জীবননগর পৌর শহরের দক্ষিণপাড়া এলাকায় বসবাসরত মানুষজন দীর্ঘদিন ধরে একটি গরুর খামারের কারণে ভোগান্তিতে রয়েছেন। বিশেষ করে বর্ষাকালে সমস্যা প্রকট আকার ধারণ করে। সামান্য বৃষ্টিতেই খামারের গোবর ও মলমূত্র পানির সাথে মিশে দুর্গন্ধ ছড়ায়, বাড়ায় মশা-মাছির উপদ্রব।

স্থানীয় বাসিন্দা আজিম বিশ্বাস অভিযোগ করে বলেন, ‘আমার বাড়ির পাশে থাকা খামার থেকে প্রতিনিয়ত দুর্গন্ধ ছড়ায়। এমন পরিস্থিতিতে পরিবারের সদস্যদের নিয়ে বাড়িতে থাকা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। মশার উৎপাত বেড়ে যাওয়ায় ডেঙ্গুর আতঙ্কে ভুগছি। বহুবার পৌরসভায় অভিযোগ জানিয়েও কোনো সমাধান পাইনি।’

তিনি আরও জানান, অভিযোগ করায় খামার মালিক কর্তৃক হুমকির শিকারও হয়েছেন। ‘বেশি বাড়াবাড়ি করলে হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে,’ দাবি করেন আজিম বিশ্বাস।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ওয়ার্ডের সাবেক সংরক্ষিত কাউন্সিলর মোছা. বিউটি খাতুন নিজ মালিকানাধীন জমিতে, আজিম বিশ্বাসের বাড়ির সন্নিকটে, গরুর খামার স্থাপন করেছেন। সেখানে গোবর, মলমূত্র ও বর্জ্য যথেচ্ছভাবে ফেলা হচ্ছে। বর্জ্য অপসারণ বা পানিনিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় খামারের চারপাশের আবাসিক এলাকাবাসী প্রতিনিয়ত স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থাকার সুবাদে বিউটি খাতুন প্রভাব খাটিয়ে পরিবেশ দূষণ করে চলেছেন। অভিযোগ করেও কোনো প্রতিকার মিলছে না।

এ বিষয়ে কথা বললে খামার মালিক মোছাম্মদ. বিউটি খাতুন বলেন, ‘আমি এক মাসের মধ্যে গরু বিক্রি করে দেব।’ তবে এলাকাবাসী বলছেন, এর আগেও এমন আশ্বাস মিলেছে, কিন্তু বাস্তবায়ন হয়নি।

ভুক্তভোগীরা অবিলম্বে এই খামার সরিয়ে নেওয়া ও আবাসিক এলাকার পরিবেশ রক্ষার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দৈনিক বাংলাদেশের চিত্র একটি অনলাইন নিউজ পোর্টাল। এই পত্রিকার মূল স্লোগান হলো "সত্য প্রকাশে আপোষহীন"।আমরা এ দেশের নিপীড়িত ও নির্যাতিত মানুষের কথা বলি।একজন অসহায় মানুষের পাশে দাড়িয়ে অন্যায় প্রতিরোধে সাহায্য করতে আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ।দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকা গনমানুষের কথা বলে।
ট্যাগস :

জীবননগরে গরুর খামারের দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, ডেঙ্গু আতঙ্কে জনজীবন বিপর্যস্ত

আপডেট সময় : ০৩:১১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা গরুর খামারের কারণে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। খামার থেকে ছড়ানো দুর্গন্ধ, নোংরা পরিবেশ ও মশা-মাছির উপদ্রবে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। ডেঙ্গু রোগের আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা।

জানা গেছে, জীবননগর পৌর শহরের দক্ষিণপাড়া এলাকায় বসবাসরত মানুষজন দীর্ঘদিন ধরে একটি গরুর খামারের কারণে ভোগান্তিতে রয়েছেন। বিশেষ করে বর্ষাকালে সমস্যা প্রকট আকার ধারণ করে। সামান্য বৃষ্টিতেই খামারের গোবর ও মলমূত্র পানির সাথে মিশে দুর্গন্ধ ছড়ায়, বাড়ায় মশা-মাছির উপদ্রব।

স্থানীয় বাসিন্দা আজিম বিশ্বাস অভিযোগ করে বলেন, ‘আমার বাড়ির পাশে থাকা খামার থেকে প্রতিনিয়ত দুর্গন্ধ ছড়ায়। এমন পরিস্থিতিতে পরিবারের সদস্যদের নিয়ে বাড়িতে থাকা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। মশার উৎপাত বেড়ে যাওয়ায় ডেঙ্গুর আতঙ্কে ভুগছি। বহুবার পৌরসভায় অভিযোগ জানিয়েও কোনো সমাধান পাইনি।’

তিনি আরও জানান, অভিযোগ করায় খামার মালিক কর্তৃক হুমকির শিকারও হয়েছেন। ‘বেশি বাড়াবাড়ি করলে হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে,’ দাবি করেন আজিম বিশ্বাস।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ওয়ার্ডের সাবেক সংরক্ষিত কাউন্সিলর মোছা. বিউটি খাতুন নিজ মালিকানাধীন জমিতে, আজিম বিশ্বাসের বাড়ির সন্নিকটে, গরুর খামার স্থাপন করেছেন। সেখানে গোবর, মলমূত্র ও বর্জ্য যথেচ্ছভাবে ফেলা হচ্ছে। বর্জ্য অপসারণ বা পানিনিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় খামারের চারপাশের আবাসিক এলাকাবাসী প্রতিনিয়ত স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থাকার সুবাদে বিউটি খাতুন প্রভাব খাটিয়ে পরিবেশ দূষণ করে চলেছেন। অভিযোগ করেও কোনো প্রতিকার মিলছে না।

এ বিষয়ে কথা বললে খামার মালিক মোছাম্মদ. বিউটি খাতুন বলেন, ‘আমি এক মাসের মধ্যে গরু বিক্রি করে দেব।’ তবে এলাকাবাসী বলছেন, এর আগেও এমন আশ্বাস মিলেছে, কিন্তু বাস্তবায়ন হয়নি।

ভুক্তভোগীরা অবিলম্বে এই খামার সরিয়ে নেওয়া ও আবাসিক এলাকার পরিবেশ রক্ষার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।