সাতক্ষীরা তালা উপজেলায় মসজিদের ইমামকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে নিহত ঘাতক যুবক

- আপডেট সময় : ১১:২৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫ ৮২ বার পড়া হয়েছে

মোঃ মহাসিন, খুলনা বিভাগীয়, প্রতিনিধি সাতক্ষীরার তালা উপজেলায় ভয়াবহ এক ঘটনায় শিক্ষক ও মসজিদের ইমাম শরিফুল গাজী (৪০) কুপিয়ে হত্যা হয়েছেন। ঘটনার পরপরই স্থানীয়দের হাতে গণপিটুনিতে নিহত হন অভিযুক্ত ঘাতক রাজু গাজী (৩৬)। রবিবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে তালা উপজেলার খেশরা ইউনিয়নের শাহাপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শরিফুল গাজী স্থানীয় একটি মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষক ছিলেন। অভিযুক্ত রাজু গাজী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয়দের ভাষ্য।
ঘটনার দিন রাজু গাজী হঠাৎ করে শরিফুলকে ডেকে মাদ্রাসার সামনের সড়কে নিয়ে যান এবং কোনো পূর্বসংঘাত ছাড়াই দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলেন। গুরুতর জখম অবস্থায় ঘটনাস্থলেই প্রাণ হারান শিক্ষক শরিফুল।
তার আর্তচিৎকার শুনে গ্রামবাসীরা ছুটে এসে রাজুকে ধরে ফেলে। উত্তেজিত জনতা তাকে পিটুনি দিলে সেখানেই তার মৃত্যু ঘটে।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দিন জানান, “দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে, বিস্তারিত তদন্ত করে জানানো হবে।”
এই ঘটনার পর এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।