রংপুরে এলপিজি গ্যাসের ফিলিং স্টেশনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় একজনের মৃ’ত্যু

- আপডেট সময় : ০৯:৪৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫ ৯৬ বার পড়া হয়েছে

রংপুরে গ্যাসের ফিলিং স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে ঘটনা ঘটেছে। এতে একজন নিহতের পাশাপাশি অন্তত ছয়জন আহতের খবর পাওয়া গেছে।
শনিবার (১৯ জুলাই) বেলা ১১টার দিকে নগরীর সিও এলপিজি গ্যাস পাম্পে এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লিখা পর্যন্ত ঘটনাস্থলে কাজ করছিলেন ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনীসহ আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
স্থানীয়রা জানান, পাম্পটিতে বেশকিছু দিন ধরেই সংস্কার কাজ চলছিল। গ্যাস মজুত রাখা ট্যাংক পরীক্ষার সময় হঠাৎ ঘটে বিস্ফোরণ। বিকট বিস্ফোরণে উড়ে যায় পাম্প। আগুন ধরে যায় পাশে থাকা অন্তত তিনটি গাড়িতে। ক্ষতিগ্রস্ত হয় আশপাশে থাকা বেশকিছু বাড়িঘর, দোকানপাট ও গাছপালা।
দৈনিক বাংলাদেশের চিফটো সাংবাদিক মোঃ আবু তাহের ইসলাম।
ঘটনাস্থল থেকে বলেন, একটি গ্যাস পাম্প বিস্ফোরণ থেকে এ ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। এতে চারপাশে ১৫-২০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকটি ঘরবাড়ি ক্ষহিগ্রস্ত হয়েছে। আহত কয়েকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয়দের কাছ থেকে একজনের মৃত্যু তথ্য জেনেছি।
রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, সিও বাজারের এলপিজি অটো গ্যাস সেন্টারে মেরামতের কাজ চলাকালে হঠাৎ গ্যাস ট্যাংকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ট্যাংক ও যন্ত্রপাতি ছিটকে পড়ে। আশপাশে রাখা অন্তত ২০টি অ্যাম্বুলেন্স ও মাইক্রোবাস ক্ষতিগ্রস্ত হয়। রংপুর-দিনাজপুর মহাসড়কে চলাচলকারী দুটি বাসও আঘাতপ্রাপ্ত হয়।
রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক বাদশা মাসউদ আলম বলেন, স্টেশনটি মেরামতের জন্য বন্ধ ছিল। ট্যাংকে লিকেজ থাকায় অতিরিক্ত চাপের কারণে বিস্ফোরণ ঘটে। আহত ব্যক্তিদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্ফোরণে ফিলিং স্টেশনে থাকা বেশ কয়েকটি গাড়ি ও আশপাশের বাড়িঘরের জানালার কাচ ভেঙে গেছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, বিস্ফোরণে আহত একজন পুরুষ (৪৫) হাসপাতালে মারা গেছেন। তাঁর নাম–পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।