জামাতের ৭ দফা দাবি জাতীয় সমাবেশে জনস্রোতে ঢলে সোহরাওয়ার্দী উদ্যান

- আপডেট সময় : ০২:১৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫ ৭০ বার পড়া হয়েছে

মোহাম্মদ মাসুদ: বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ জনতার ঢলের রেকর্ড। চট্টগ্রামসহ সারাদেশ থেকে দলীয় নেতাকর্মী সমর্থকরা অংশগ্রহণ করে এই সমাবেশে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। ৭ দফা দাবিতে জামাতের কোন জাতীয় সমাবেশে এই প্রথম সর্বোচ্চ নেতাকর্মী সমর্থক ও জনতার অংশগ্রহণ স্মরণকালের স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন জামাত নেতাকর্মী সমর্থক ও সম্মেলনে অংশ নেওয়া সাধারণ মানুষ। ৭ দফা দাবিতে সমাবেশে জনস্রোতে ঢলে সোহরাওয়ার্দী উদ্যান সারাদেশের নেতাকর্মীদের অংশগ্রহণে উৎসব মুখর পরিবেশে মুখরিত সমাবেশ ময়দান।
আজ ১৯ জুলাই, শনিবার, সকাল থেকেই জামায়াতের জাতীয় সমাবেশস্থলে আসতে শুরু করছে নেতা কর্মীরা। যদিও দুপুর ২ টায় মুল আয়োজনের পূর্বপরিকল্পিত ধারাবাহিক আয়োজনের নানা কর্মসূচির ডাক দেওয়া হয়।
৭ দফা দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াত ইসলাম। দুপুর ২ টায় মুল আয়োজনে আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা থাকলেও সকাল ৯ টায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় সমাবেশস্থল। সারাদেশ থেকে আসা নেতা কর্মীরা জড়ো হতে থাকে সোহরাওয়ার্দী উদ্যানে।
কোনো ব্যানার-ফ্যাস্টুন ছাড়া এবং কোনো ব্যাক্তির প্রচারণা ছাড়াই দলে দলে স্লোগান দিতে দিতে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করে নেতাকর্মীরা। সকাল ৯ টার মধ্যে পুরো সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।
সমাবেশস্থল থেকে ছবি তুলেছেন নানা ইতিবাচক আলোচনায় মন্তব্য করছেন প্রচার প্রসার করে যাচ্ছেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। অনুষ্ঠানটি প্রচার প্রসারে গণমাধ্যমকর্মী সংবাদ কর্মী ও ব্যক্তিগত ফেসবুক ওয়ালে/ আইডিতে সোশ্যাল মিডিয়ায় ও প্রত্যক্ষ পরোক্ষভাবে নানা অনুভূতি প্রতিক্রিয়া প্রকাশ করছেন সাধারণ জনসাধারণ।