সিএমপি’র অভিযানে অপহরণের ২৪ ঘন্টায় অপহৃতসহ অপহরণকারী আটক ২

- আপডেট সময় : ০৫:১৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে

মোহাম্মদ মাসুদ:
সিএমপি’র বায়োজিদ বোস্তামী থানার অভিযানে অপহরণের ২৪ ঘন্টার মধ্যে অপহৃত ০৭ (সাত) মাস বয়সী ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারী চক্রের ০২ (দুই) সদস্য গ্রেফতার করে
১৬ জুলাই. ভোর ০৪.৩০ টায় রামু থানাধীন এলাকা হতে জনৈক জালাল আহমদের বাড়ী হতে ভিকটিমকে অপহরনকারী ০১) সুমাইয়া আক্তার (১৯), ০২) মোঃ নুরুল আলম (৪০) কে আটক সহু ভিকটিমকে উদ্ধার করেন। অভিযানিক টিম রামু রামু থানা পুলিশের সহায়তায় দক্ষিণ মৌলভীকাটা এলাকায় অভিযানে অপরণকৃত ভিকটিম সহ আসামি আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই সকালে থানাধীন শান্তিনগর এলাকা থেকে মাত্র উ (সাত) মাস বয়সী শিশু অজিহা আহমেদ নূরকে অপহরণের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। শিশুটি তার মায়ের সঙ্গে শান্তিনগর এলাকার কবরস্থান সংলগ্ন বাবুল মিস্ত্রির বাড়িতে বসবাস করত।
অপহরণের সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান অপারেশন অফিসার এসআই(নি.) নুর ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) কাজী আবিদ হোসেন, এসআই(নিঃ) মোঃ কাউসার হামিদ, এসআই(নিঃ) মোস্তফা কামাল, এএসআই মোঃ আনোয়ার হোসেন, এএসআই মোঃ সবুজ হোসেন ও নারী কনস্টেবল/৫৩৫৬ লাকি রানী দেব’ দের সমন্বয়ে একটি চৌকস টিম গঠন করেন।
উক্ত টিম গোপন সূত্রে একাধিক অভিযানের একপর্যায়ে সুমাইয়া নামের একটি মেয়ে ভিকটিমকে অপহরণ করে কক্সবাজার জেলার দিকে নিয়ে যাচ্ছে। সংবাদে অভিযানিক টিম ভিকটিমকে উদ্ধারে কক্সবাজার জেলার অভিমুখে অভিযানের উদ্দেশ্যে রওয়ানা করেন। অভিযানের বিষয়টি টের পেয়ে সুচতুর অপহরণকারী সুমাইয়া বার বার তার ব্যবহৃত মোবাইল নম্বর পরিবর্তন করতে থাকে।
একপর্যায়ে অপহরণকারী সুমাইয়া ভিকটিমকে চকরিয়া থানাধীন উত্তর বরইতলী এলাকায় আত্মগোপনের সংবাদে অপহরনকারী সুমাইয়া ও জনৈক ব্যক্তি ঘটনাস্থল হতে ভিকটিমকে নিয়ে অন্যত্রে পালিয়ে যায়। তথ্য উপাত্ত সংগ্রহ এবং গোপন সংবাদে অপহরণকারীরা রামু থানাধীন গর্জনিয়া ইউনিয়নের মায়ানমার সীমান্ত ঘেঁষা গহীন পাহাড়ি এলাকা দক্ষিণ মৌলভীকাটা গ্রামে অবস্থানকালে হৃদয়কে আটক করে।
জিজ্ঞাসাবাদে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে ভিকটিমকে অপহরন করেছে মর্মে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।