শহীদ আবু সাঈদকে প্রতীকীভাবে স্মরণ করে প্রশংসিত বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক

- আপডেট সময় : ০৪:১৪:২৩ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে

বাকৃবি প্রতিনিধি:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত “জুলাই আন্দোলনের সংগ্রামী চেতনার ভিডিও প্রদর্শনী ও শহীদ পরিবারদের সংবর্ধনা” শীর্ষক আলোচনাসভায় প্রতীকীভাবে স্মরণ করা হলো শহীদ আবু সাঈদকে। বুধবার (১৬ জুলাই) জাতীয় দিবস উদযাপন কমিটির আয়োজনে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এবং সভাপতিত্ব করেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. শহীদুল হক। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, শহীদ পরিবারের সদস্য এবং প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তব্য রাখতে উঠে ছাত্রদলের আহ্বায়ক মোঃ আতিকুর রহমান শহীদ আবু সাঈদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, “জুলাই আন্দোলন শুধু একটি ছাত্র আন্দোলন নয়—এটি ছিল স্বৈরাচারের বিরুদ্ধে জনতার প্রতিরোধের চূড়ান্ত বহিঃপ্রকাশ। শহীদ আবু সাঈদের রক্ত যেন আমাদের প্রতিটি দাবি ও সংগ্রামে শক্তির প্রতীক হয়ে দাঁড়ায়।”
তিনি প্রতীকী ভঙ্গিতে দাঁড়িয়ে শহীদের আত্মদানের প্রতি গভীর শ্রদ্ধা জানান, যা উপস্থিত সবার মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে। তার এই ব্যতিক্রমী উদ্ভাবনী ভঙ্গি ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে এবং শিক্ষার্থীদের মধ্যে প্রশংসিত হচ্ছে।অনুষ্ঠান শেষে শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।