মঠবাড়ীয়া বিএনপির রাজনীতি নিয়ে হতাশ ত্যাগী বিএন পির নেতাকর্মীরা

- আপডেট সময় : ০৯:৩০:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫ ১১১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:যখন ফ্যাসিষ্ট আমলে হামলা,মামলার গটনা গটে বালুর মাঠ বিস্ফোরক আইনের মামলায় ৪১৬ জন আসামী হয়েছিল।ঝাউতলা সহ অগনিত মামল হামলা হয়।তখন ছিল ডাঃ আনোয়ার এমপি,।বালুর মাঠের ৪১৬ জন আসামীর মধ্য থেকে আশ্রাফ,আনোয়ার ডাক্তারের স্বজনদের ৪১৬ জনের ভিতর ১০৮ জন রেখে বাকী স্বজনরা চার্জশীট থেকে কেটে পরে।ঐ মামলায় ১ নং আসামী ছিল আলহাজ রুহুল আমীন দুলাল তিনি বলেন আমি ছিলাম ৬৭ নং আসামী।হাজিরা দিতে গেলে সে হাজিরার খরচ সহ যাবতীয় খরচ বহন করত।আর ও ৭/৮ টি মামলার আসামী হয়েছি।
কিন্তু আমি আনন্দিত যে মঠবাড়ীয়া সদস্য সংগ্রহ কার্যক্রক্রম যে পদ্ধতিতে হয়েছে তাহা গত ফ্যাসিষ্ট বাদীরা ও করে নাই।সাপলেজা ৯ টি ওয়ার্ড ৯ ওয়ার্ডে ৯০০ সদস্য বাচাই করে ওয়ার্ড ভিত্তিক ১০০ সদস্য ১০ জন দায়িত্ব প্রাপ্ত ব্যাক্তি স্বাক্ষর করল।কিন্তু কাউন্সিল নির্বাচনে ভোটার তালিকায় দেখা যায় ১০০ সদস্যের পর প্রতি ওয়ার্ডে ১০-২০ জন সদস্যের নাম লিখে রওনাকুল ইসলাম টিপু স্বাক্ষর করেছে।আমরা ভোটার জেনেছি ১০০ জন কিন্তু রওনাকুলের অগনতান্ত্রিক ফ্যাসিষ্ট,রাতের ভোটের কায়দায় কিভাবে ভোটার হল এবং ভোট দিয়ে মামলা,হামলা,খাওয়া লোক গুলো বাদ দিল।
তিনি আরও উল্লেখ করেছেন ফ্যাসিষ্টদের সাথে যাদের ছবি আছে তাদের বাদ দিবে।ছবি নিল,অভিযোগ নিল কিন্তু জনমনে বিভ্রান্তি এবং দলের ভিতর কোন্দল তৈর করে উনি চলে গেলেন।১১৫-১২০ ভোটারের মধ্যে রুস্তুম ফরাজী,আশ্রাফ,বাইজিদের সদস্য আছে ৬০-৭০ জন।
শেষ পরনতি হল ত্যাগীরা বাদ পরল।
আর লুটেররাজরা পদ পাইল।আসলে কি এটা দলের জন্য ভবিষ্যাত অন্ধকার নয়?
একটা মানুষের ভুল হলে তার সাজা হওয়া উচিত।তাই বলে কি কোন অশুভ মহল চক্রান্ত করে একটা ত্যাগী,মামলা,হামলা খাওয়া সদস্য বাদ দেওয়া কোন ত্যাগী নেতার পরিচয়।গাজী হোটেলের খাওন আর পকেট বোজাই করে মঠবাড়ীয়া বিএনপির মধ্যে যে বিভাজন সৃষ্টি করে গেলেন।মঠবাড়ীয়া বিএনপি হাড়ে হাড়ে টের পাবে।রওনাকুল তুমি ছলচাতুরী কমিটি নিয়ে যে ভুল করেছেন।মঠবাড়ীয়া বাসীর একদিন দিতে হবে মাসুল।