গ্রীন ভয়েসের পরিবেশবান্ধব দাবিতে জেলা প্রশাসক ও সহকারী পরিচালক পরিবেশ অধিদপ্তর নীলফামারী বরাবর স্মারকলিপি প্রদান

- আপডেট সময় : ১০:৩০:৪১ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫ ১৩০ বার পড়া হয়েছে

সাকিল ইসলাম,স্টাফ রিপোর্টার নীলফামারী:
উচ্চ আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পরিবেশের জন্য ক্ষতিকর ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ অপসারণ এবং নার্সারিতে এদের উৎপাদন ও বিক্রয় বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে গ্রীন ভয়েস নীলফামারী সরকারি কলেজ শাখা ও জেলা শাখার পক্ষ থেকে জেলা প্রশাসক, সহকারী পরিচালক (পরিবেশ অধিদপ্তর), উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় গ্রীন ভয়েস প্রতিনিধিরা বলেন, “উল্লেখিত গাছগুলো দেশের পরিবেশ ও প্রতিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। তবুও এখনো অনেক নার্সারিতে এসব গাছ উৎপাদন ও বিক্রি অব্যাহত রয়েছে। ফলে পরিবেশ হুমকির মুখে পড়ছে।”
তারা প্রশাসনের কাছে জোর দাবি জানান—এসব গাছ চিহ্নিত করে দ্রুত অপসারণ এবং ভবিষ্যতে নার্সারিতে এসব চারা উৎপাদন ও বিক্রি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক।
সাক্ষাতকালে জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক গ্রীন ভয়েসের এই পরিবেশবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানান এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।