নেহালপুর ইউনিয়নে কুন্দিপুর গ্রামে জিলানির গাঁজা ও ইয়াবার রমরমা মাদক ব্যবসা প্রসাশন নিরব ভূমিকা

- আপডেট সময় : ০৮:৩৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে

ক্র্যাইম রিপোর্টার:- নবগঠিত নেহালপুর ইউনিয়নের কুন্দিপুর গ্রামের মোঃ মহাব্বত আলির ছেলে মোঃ জিলানি(৩৫) গাঁজা ও ইয়াবার মাদকের রমরমা ব্যবসা করে আসচ্ছে কিন্তু প্রসাশন নিরব হয়ে দেখছে, দেশের মানুষ কিভাবে এই মাদক মুক্ত হবে,এই মাদকের থাবায় গোটা সমাজ নষ্টের দিকে নিয়ে যাচ্ছে,কথাই এর সফল পাবে সমাজের মানুষ,এই মাদক ব্যবসায়ী বড় ধরনের এক সিন্ডিকেট আছে ,তারা বিভিন্ন স্থানে থেকে এই মাদক এনে খুচরা ও পাইকারি বিক্রিয় করে, তাদের বিরুদ্ধে কেউ কথা বললে তাদের হাতে হতে হয় লাঞ্ছনা,পুলিশ নিরব কেন,দিনমজুর কাজ করে থাকে তার আড়ালে গাঁজার ও ইয়াবার রমরমা ব্যবসা করে আসছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত,বিক্রয় করে থাকে,এলাকাবাসী এই গাজা সহজেই হাতের নিকটে পাচ্ছে কেউ দুর্দান্ত থেকে গাজা সংগ্রহ করা লাগে না। এলাকায় এই গাজা সহজেই হাতের নিকটে পেয়ে অল্প বয়সে স্কুল কলেজের ছাত্র অল্প বয়সের তরুণ সমাজ এই মাদকের দিকে ঝুঁকে পড়ছে,মোঃজিলানি আওয়ামী লীগের সাথে দীর্ঘদিন রাজনীতি করার প্রভাবে তার গাঁজাও ইয়াবার বিক্রয় কোনো বাধা আসে না, এলাকার তথ্য মতে জানা গেছে বিশাল এক নেটওয়ার্ক তৈরি করছেন মোঃ জিলানি এবং সে পাইকারি গাজা ও ইয়াবা বিক্রয় করে থাকেন, এই গাঁজার টাকা টাকা জোগাতে এলাকায় চুরি ছিনতাই দিন দিন বেড়েই চলেছে এলাকার মানুষ এই চুরি ছিনতাই থেকে মুক্তি চাই, কৃষ্ণপুর দোস্ত বাজারে পাশে হিজালগাড়ী পুলিশ ক্যাম্পে অভিযোগ থাকার পরও তারা কোন অভিযান পরিচালনা করে না, পুলিশ নিরব ভূমিকা পালন করার জন্য মাদক ব্যবসায়ীরা মাদক বিক্রয় করে যাচ্ছেন, এই গাঁজা ও ইয়াবার বিক্রেতাদের উচ্ছেদ করার না গেলে সমাজ বড় একটা ক্ষতির দিকে যাচ্ছে, মোঃ জিলানি বাড়ী কুন্দিপুর। গ্রামেরে শেষর দিকে হওয়াতে তার গাঁজা ও ইয়াবা ব্যাবসা করতে আরো সুবিধা হয়,তার বাড়ীর সামনে প্রতিদিন নিত্যনতুন মোটরসাইকেল করে এই মাদক দ্রব্য কিনতে আসে, তার বাড়ীতে গেলে সহজে বাড়ীর লোকজনের কাছ থেকে পাওয়া যায়,এই মাদকের ধোঁয়া থেকে মুক্তি চায় এলাকায় সুশীলসমাজের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে এই মাদকের ধোঁয়ায়। নাম গোপনীয়তা রেখে এক মাদক সেবন করে এই লোকের সাথে কথা বলে জানা গেছে এই গাঁজা অতি অল্প টাকায় মাদক সেবন কারী হাতের কাছে পাওয়া যায় বলে অল্পতেই নেশা হয় এই কারনে এই নেশা করে থাকি।