সংবাদ শিরোনাম :
চুয়াডাঙ্গা জীবননগর মোবাইলের দোকানে চুরি করতে গিয়ে যুবক পাকড়াও গণধোলাই
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:২৮:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪ ২৭২ বার পড়া হয়েছে

মোঃ আসাদুজ্জামান আসাদ।
চুয়াডাঙ্গা প্রতিনিধি:-জীবননগরে মোবাইলে ফোনের দোকানে চুরি করতে গিয়ে রাজিব নামের এক যুবক ধরা পড়েছে। স্থানীয় জনতা তাকে গণধোলাই দিয়ে জীবননগর থানা-পুলিশের কাছে সোপর্দ করেছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে জীবননগর বাজারের খায়রুল টেলিকমে এই ঘটনা ঘটে। ওই যুবকের নাম রাজিব। তিনি সীমান্ত ইউনিয়নের হরিহরনগর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
খায়রুল টেলিকমের মালিক খায়রুল ইসলাম বলেন, তারাবির নামাজ পড়ে এসে দোকানের মধ্যে শব্দ শুনতে পাই। পরে দোকান খুলে দেখি মালামাল চুরি করে দুজন পালিয়ে যাচ্ছে। এসময় একজনকে আটক করতে পেরেছি। তবে অন্যজন পালিয়ে গেছে।
এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, এক চোরকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।



















