আগৈলঝাড়ায় কোটি টাকা ব্যয়ের নির্মাণ সড়ক এখন মানুষের জনদুর্ভোগ

- আপডেট সময় : ০৭:৫২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে

মোঃ সোহেল রানা, বরিশাল জেলা প্রতিনিধি:-
বরিশালের আগৈলঝাড়া উপজেলার ত্রিমুখী,বেলুহার রত্নপুর ইউনিয়ন পরিষদ পর্যন্ত সড়কটি দিয়ে বর্তমানে জনসাধারণসহ যানবাহন চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। বর্ষাকালে ওই সড়ক দিয়ে চলাচলে বেশী দুর্ভোগে পরতে হয় স্থানীয়দের। সড়কটি দিয়ে প্রতিদিন স্কুল কলেজ ও মাদ্রাসাসহ কয়েক হাজার লোকজন চলাচল করে। ২০২২ সালে আওয়ামী লীগগ সরকারের সময় সড়কটি কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হলেও বর্তমানে সড়কের বিভিন্ন স্থানে পাথর ও বিটুমিন উঠে কাঁচা সড়কে বেহাল দশা পরিণত হয়েছে। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের ত্রিমুখী থেকে বরিয়ালী হয়ে রত্নপুর ইউনিয়ন পরিষদ পর্যন্ত সড়কটি তিন বছর পূর্বে কোটি টাকা ব্যয়ে পাকা করণের কাজ করা হয়েছিল। তখন ওই ঠিকাদার প্রতিষ্ঠান নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে সড়ক নির্মাণ কাজ শেষ করেছিল। যার কারণে বর্তমানে সড়কের বিভিন্ন স্থানের পাথর ও বিটুমিন উঠে গিয়ে বড়বড় খানা খন্দের সৃষ্টি হয়েছে। অনেক স্থানে মনে হচ্ছে এটি পাকা সড়ক নয়, কাঁচা সড়ক। বৃষ্টির কারণে সড়কটি খানাখন্দে পরিণত হয়ে যানবাহন চলাচল প্রায় বন্ধের পথে। ঝুঁকিপূর্ণ ওই সড়ক দিয়ে প্রতিদিন স্কুল কলেজের শিক্ষার্থীসহ কয়েক হাজার লোকজন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে পথচারীরা। ভ্যানচালক আব্দুল মালেক মিয়া ও ইজিবাইক চালক সুমন আকন জানান, দীর্ঘদিন ধরে সড়কটি এই অবস্থার সৃষ্টি হয়েছে। সড়কের কিছু অংশ ভাল থাকলেও বাকী অংশে চলাচল অনুপোযোগী হয়ে পরেছে। সড়কটির অবস্থা বর্তমানে খুবই নাজুক। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী রবীন্দ্রনাথ চক্রবর্তী জানান, এই সড়কটি সরেজমিন গিয়ে দেখে সংস্কারের ব্যবস্থা করা হবে।